চুনারুঘাটে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জরিমানা

    0
    244

    আমারসিলেট24ডটকম,২৭ফেব্রুয়ারীঃ হবিগঞ্জের চুনারুঘাটে প্রতিদ্বন্দ্বী দুই চেয়ারম্যান প্রার্থী ও এক প্রার্থীর সমর্থককে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ২৪ হাজার টাকা জরিমানা করেছে। আদালত চেয়ারম্যান প্রার্থী সৈয়দ লিয়াকত হাসানকে ২০ হাজার, তার এক সমর্থককে ১ হাজার এবং অপর চেয়ারম্যান প্রার্থী আবু তাহিরকে ৩ হাজার টাকা জরিমানা করে। নির্বাচনের আগে গতকাল বুধবার রাত সাড়ে ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
    অপরদিকে স্থানীয় একটি সূত্র থেকে জানা যায়, বিএনপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ লিয়াকত হাসান তার কাপ-পিরিচ প্রতীকের সমর্থনে মুদ্রণ প্রতিষ্ঠানের নাম ও সংখ্যা ছাড়াই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রার্থীর ছবি ও প্রতীক সম্বলিত স্লিপ তৈরি করেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টায় চুনারুঘাট মধ্যবাজারে প্রার্থীর কার্যালয়ে ওই স্লিপ বিতরণকালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রার্থী সৈয়দ লিয়াকত হাসানকে ২০ হাজার টাকা জরিমানা করেন। তাছাড়া একই দিন রাত সাড়ে ১০টায় চেয়ারম্যান প্রার্থী লিয়াকত হাসানের সমর্থক আবু নাঈম হালিম চুনারুঘাটের চানপুর চা বাগানে গাড়ি নিয়ে প্রচারণায় নামায় একই আদালত তাকে ১ হাজার টাকা জরিমানা করেন।
    গতকাল বুধবার রাত সাড়ে ৭টায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবু তাহের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে উপজেলার চানপুর বাজারে গাড়ি নিয়ে প্রচারণা করায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৩ হাজার টাকা জরিমানা করেন।