চুনারুঘাটে নিরীহ পরিবারের বসতবাড়ি ও টাকা আত্মসাতঃথানায় মামলা  

    0
    153

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৭এপ্রিল,ফারুক মিয়াঃ চুনারুঘাটে এক নিরীহ পরিবারের বসতবাড়ি দখল ও দখল ছাড়ার মীমাংসা বাবদ পরিশোধিত ৫০ হাজার টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। জানা যায়,  উপজেলার শানখলা ইউনিয়নের শানখলা গ্রামের মৃত লতিফ উল্লার পুত্র হাজী মোঃ আলতাব আলীর পুকুরের সামন ৭ শতক উঠানের ২ শতক সহ বসতবাড়ি দখল করে নেয় একই গ্রামের আব্দুর রউফ, ফিরুজ আলী, রুবেল ও আব্দুর রউফের স্ত্রী জরিনা বেগম সহ একদল ভূমিদস্যু।

    বিষয়টি উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের মীমাংসা করে দিয়ে উক্ত গংকে ৫০ হাজার টাকা পরিশোধ করার জন্য জমির মালিক হাজী আলতাব আলীকে নির্দেশ দেন। কিন্তু হাজী আলতাব আলী নির্দেশ মত ৫০ হাজার টাকা পরিশোধ করলেও ফিরে পাননি বসতবাড়ির জমি-জমা এবং একই সাথে হারান উক্ত টাকা।

    মামলার বিবরণীতে জানা যায়, ভূমিদস্যুরগং মীমাংসার নামে ৫০ হাজার টাকা আত্মসাত করে এবং চেয়ারম্যানের রায় অমান্য করে। উক্ত ঘটনায় নিরুপায় হয়ে হাজী আলতাব আলী গত শনিবার বিকাল ৪টার দিকে উক্ত গংদের আসামী করে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করেন।

    উল্লেখ্য যে, হাজী আলতাব আলীর বড় বোন মালুম চানের ১৫ শতক জমি জোর দখল করে রাখায় মালুম চান বাদী হয়ে চুনারুঘাট থানা ও উপজেলা চেয়ারম্যান বরাবর অভিযোগ দায়ের করেন। বিষয়টি মীমাংসার জন্য গ্রামের বিশিষ্ট মুরুব্বী শানখলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সিরাজুল হক, আব্দুল হক সরদার, জহুর আলী সরদার, আমিন সরদার, হাজী রইছ উল্লা সরদার ও ইউপি সদস্য সিদ্দিক আলী সহ উপজেলা চেয়ারম্যান আবু তাহের উভয়পক্ষকে মীমাংসার নির্দেশ দিলেও আসামীপক্ষ বিষয়টি আমলে নেয়নি।

    এ ব্যাপারে এসআই কবির হোসেন ভূইয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাটি তদন্ত করে। সরজমিনে তদন্তকালে অভিযোগের সত্যতা নিশ্চিত হন এবং শীঘ্রই এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।