চুনারুঘাটে নকল কীটনাশক বিক্রি দায়ে ২ব্যবসায়ীকে জরিমানা

    0
    408

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৯ফেব্রুয়ারি,হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে নকল কীটনাশক বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ অাদালতে ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন। দন্ডপ্রাপ্তরা হলেন-শায়েস্তাগঞ্জের মোঃ আব্দুল্লাহ মিয়া (৩৫) ও শানখলা ইউনিয়নের রমাপুর গ্রামের পলাশ মিয়াকে (২৩)। ৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ অাদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাইজার মোঃ ফারাবী ভ্রাম্যমাণ অাদালত বসিয়ে এ অর্থদন্ড প্রদান করেন। স্থানীয় সুত্রে জানা যায়,  উপজেলার বিভিন্ন হাট বাজারের  ভিরতাকো নামক বিপুল পরিমাণে নকল কীটনাশক বিক্রির খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবী ওই সব এলাকায় অভিযান চালান।

    অভিযানকালে ধান ক্ষেতের মাজরা ও পাতা মোড়ানো পোকা নিধনের জন্য অনুমোদিত ও বহুল প্রচলিত সিনজেনটা ভিরতাকো নামক কীটনাশকের নকল ঔষধ বিপননের সময় হাতেনাতে দুই ব্যবসায়ীকে অাটক করা হয়। এসময় তাদের নিকট থেকে ১৪৮ প্যাকেট নকল ভিরতাকো জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ২১হাজার টাকা। পরে মোবাইল কোর্টের মাধ্যমে ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

    এ ব্যাপাপারে উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোঃ ফারাবী বলেন উপজেলায় যেখানে এ ধরনের নকল ভিরতাকো বিক্রি করা হবে তাদের ধরতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপাপারে উপজেলা কৃষি অফিসার মোঃজালাল উদ্দিন সরকার বলেছেন, অসাধু বিক্রেতাকে সনাক্ত করুন। কৃষি ও কৃষক বাঁচান।