চুনারুঘাটে ধানের ন্যায্য মূল্য না পেয়ে হতাশায় কৃষক

    0
    455

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৩আগস্ট ,শংকর শীল: হবিগঞ্জ জেলার চুনারুঘাটে আউশ ধানে বাম্পার ফলন হলেও ন্যায্য মূল্য না পেয়ে হতাশা হয়ে পড়েছে কৃষকেরা। পাওয়া তথ্য মতে, উপজেলার সর্বত্র আউশ ধান কাটা শুরু হয়েছে। অন্যদিকে আমন রোপনে ব্যাপক প্রস্তুতি চলছে। কিন্তু অধিক মজুরীতে শ্রমিক সংগ্রহ করায় প্রতি মন ধান গোলা পর্যন্ত পৌঁছাতে কৃষকদের খরচ হচ্ছে ৩ থেকে ৪’শত টাকা। সেই ধান বাজারে বিক্রয় করতে গেলে ২ থেকে ৩’শত টাকার বেশি মজুরী পাচ্ছেন না।

    এই ঘাটতির ফলে কৃষকরা পড়েছেন মহা বিপাকে। সঠিক ন্যায্য মূল্য না পাওয়ায় অনেকেই দাদন ব্যবসায়ীদের বাড়তি সুদে টাকা এনে এখন ফেরত দিতে হিমসীম খাচ্ছেন অনেকেই।

    এই অবস্থা চলতে থাকলে কৃষকেরা আগামীতে আউশ ধান চাষ করার আগ্রহ হারিয়ে ফেলবেন বলে আশঙ্কা করা হচ্ছে। কৃষি অফিস সূত্রে পাওয়া চুনারুঘাটে আউশ ধান ৩ হাজার হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছে। এদিকে কয়েকদিনের টানা বৃষ্টিতে অনেকটাই ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন কৃষকরা।