চুনারুঘাটে দূর্গা পূজা উপলক্ষে আইন-শৃংখলা সভা অনুষ্ঠিত

    0
    437

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৫অক্টোবর,ফারুক মিয়া: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দূর্গা পূজা উপলক্ষে আইন-শৃংখলা ব্যবস্থা নিয়ে চুনারুঘাট থানা প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকাল ৩টার দিকে চুনারুঘাট থানার ওসি মূল্য কুমার চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা পরিচালনা করেন, চুনারুঘাট পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক প্রণয় পাল। এতে উপস্থিত ছিলেন, চুনারুঘাট পূজা উদযাপন কমিটির সভাপতি, রামকৃষ্ণ পাল, সাধারণ সম্পাদক প্রণয় পাল, সজল দাস,  গোয়েন্দা ডিবি মোসলেম উদ্দিন, ওসি তদন্ত মোহাম্মদ ইকবাল হোসেন, এস.আই আলমাস, এস.আই কবীর ভূইয়া, সুদ্বীপ বড়–য়া, আব্দুল হাই প্রিন্স, পৌর সভাপতি রতিশ দেব, সাধারণ সম্পাদক মানবেন্দ্র দেব, রাধা মাধব দাস, সুধাংশু দেব, চিত্ত দেববর্মা, সজল ঘোষ, রিংকু পাল, কালীপদ আচার্য্য, পংকজ কর, মলয় পাল, মনিলাল নাথ, নির্মল দেব, ঝুটন দেব, অসীম দেব, সিদ্ধার্থ শংকর আচার্য্য, মিঠুন বিশ্বাস, রাইরঞ্জন পাল, শংকর শীল প্রমুখ।

    সভায় চুনারুঘাট উপজেলার ৭৪টি পূজা মন্ডপের কমিটির ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ওসি অমূল্য কুমার চৌধুরী বক্তব্যে বলেন, দূর্গা পূজা উপলক্ষে চুনারুঘাট প্রত্যেকটি পূজা মন্ডপে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। দূর্গা পূজা যাতে সুষ্ঠু ও সুন্দর ভাবে উদযাপন করা হয় এই জন্য পুলিশ প্রশাসক কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।