চুনারুঘাটে দাখিল মাদ্রাসা কমিটি নির্বাচনের ফলাফল হাইকোর্টে স্থগিত

    0
    186

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,ডিসেম্বর: চুনারুঘাট উপজেলার পাইকপাড়া আজগর আহমদ দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনের ফলাফলে নানা অনিয়মের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন করেছেন আব্দুল আলী। রিটের প্রেক্ষিতে মাননীয় হাইকোর্ট ফলাফল স্থগিত ঘোষণা করেন। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ম্যানেজিং কমিটির কর্মকান্ড স্থগিত করেছেন হাইকোর্ট।

    অভিযোগে জানা যায়, গত ১৭ ডিসেম্বর উপজেলার পাইকপাড়া আজগর আহমদ দাখিল মাদ্রাসায় ম্যানেজিং কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ঐ নির্বাচনে ভোট জালিয়াতি সহ বিভিন্ন অনিয়ম, দুর্নীতির অভিযোগে মাদ্রাসার ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি প্রার্থী আব্দুল আলী গত ২২ ডিসেম্বর হাইকোর্টে নির্বাচনের ফলাফল স্থগিতের জন্য একটি রিট পিটিশন দায়ের করেন।

    রিট পিটিশন নং- ১৩৬৩১/২০১৫ইং। ঐ রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের বিজ্ঞ বিচারক ঐ মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনের ফলাফল স্থগিতের আদেশ দেন। ঐ আদেশের কপি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শামছুল হক ও নব-নির্বাচিত প্রতিনিধিদের হাতে পাওয়ার পরও হাইকোর্টের আদেশকে অমান্য করে স্বার্থান্বেষী মহলের হোতা সিলেট এম.সি কলেজের অফিস সহকারী মোঃ আব্দুল কাদির, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, আতাউর রহমান গংরা গতকাল ২৮/১২/২০১৫ ইং তারিখে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে ম্যানেজিং কমিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেওয়ার জন্য বৈঠকে বসেন। এ নিয়ে সচেতন মহলের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।