চুনারুঘাটে দলিল লিখক শ্যামল রায় রিংকু এখন বেপরোয়া

    0
    346

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১ সেপ্টেম্বর : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রতনপুর গ্রামের মৃত দিলীপ চন্দ্র রায়ের পুত্র শ্যামল চন্দ্র রাবয় রিংকু আবার সাব-রেজিষ্ট্রারী অফিসে ভূয়া নাম দস্তখত দিয়ে দলিল রেজিষ্ট্রারী শুরু করেছেন। খাজনার রশিদে তিনি নিজেই খতিয়ান নাম্বার ও দাগ নাম্বার লিখে তার অবৈধ কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন।

    বিগত সময়ে শ্যামল চন্দ্র রিংকুর অবৈধ কার্যকলাপ নিয়ে সংবাদ প্রকাশ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে শাসনই করে, জেলা সাব-রেজিষ্ট্রার তার অপকর্মের বিষয়ে জিজ্ঞসাবাদ করলে সে খাজনায় খতিয়ান ও দাগ নাম্বার নিজে লিখেছে মর্মে স্বীকার করে।

    গত ৯ জুলাই ২০১৫ ইং জেলা প্রশাসকের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) চুনারুঘাট তন্ময় ইসলাম তার অপকর্মের তদন্ত করলে সকল সত্যতা বেড়িয়ে আসে। তারপরও সে থেমে নেই। বিরামহীনভাবে চলছে খাজনায় ভূয়া দাগ নাম্বার দিয়ে দলিল।

    ভূক্তভোগী লোকজন তার বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না। রিংকুর প্রতারণার শিকার হয়ে অনেক নিরীহ সাধারণ মানুষ এখন জমি ভিটে হারায়। তার এমন কার্যকলাপ থেকে মুক্তি চাই চুনারুঘাটবাসীর