চুনারুঘাটে ট্রাক-অটোরিক্সার সংঘর্ষে ১জন নিহতঃআটক-১

    0
    220

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৩ফেব্রুয়ারীঃ ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের চুনারুঘাট উপজেলাধীন দেওরগাছ নামক স্থানে বালু বোঝাই ট্রাকের সাথে সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় সিএনজি চালক ও এক যাত্রী আহত হয়েছে। চালকসহ ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমতলী বাজার থেকে চুনারুঘাটগামী একটি সিএনজি অটোরিক্সা যাত্রী নিয়ে দেওরগাছ ব্র্যাক অফিসের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বালিবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই চুনারুঘাট উপজেলার ইনাতাবাদ গ্রামের মৃত মফিজ উল্লাহর পুত্র আঃ সহিদ (৬০) ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মারা যায়। নিহতের শরীর থেকে নাড়ীভুড়ি ও হাত-পা আলাদা হয়ে গেছে। এ দুর্ঘটনায় সিএনজি চালক চান্দপুর গ্রামের মৃত আঃ হামিদের পুত্র হারুন মিয়া (৪৫) ও অলিউল্লাহর পুত্র তারা মিয়া (৪৭) গুরুতর আহত হয়। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    এদিকে ঘাতক ট্রাকের চালককে জনতা চান্দপুর চা বাগান এলাকায় ট্রাকসহ আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। অপর একটি সূত্র জানায়, গুরুতর আহত অবস্থায় সিএনজি চালক হারুন মিয়াকে সিলেট নেয়ার পথে সে মারা যায়। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা চুনারুঘাট-মাধবপুর সড়ক প্রায় ১ ঘন্টা অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় পুলিশ ট্রাক চালক মনির মিয়াকে (৩০) আটক করেছে।

    সে বি-বাড়িয়া জেলার ভাদেশ^র গ্রামের জরু মিয়া ছেলে। আহতরা হলেন- চান্দপুর বস্তি এলাকার হাবিবুল্লার ছেলে তারা মিয়া (৪০), তাজুল মিয়া (৩০) ও হবিগঞ্জ সদর উপজেলার সুহেল (৩০)। আহতদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন- দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক চালককে আটক করা হয়েছে।