চুনারুঘাটে টেম্পু শ্রমিকদের উপর যাত্রীদের হামলা

    0
    247

     

     

    আমারসিলেট 24ডটকম ,২০সেপ্টেম্বর  : হবিগঞ্জের চুনারুঘাটে টেম্পু শ্রমিকদের উপর যাত্রীদের হামলায় পৌর যুবলীগের সাংগঠনিকসহ ৩জন আহত হয়েছে। জানা যায়, বুধবার সন্ধ্যা ৭টায় চুনারুঘাট পৌরশহরের মধ্যবাজারের টেম্পু ষ্ট্যান্ডে উপজেলার মধ্য নরপতি গ্রামের সোহেল মিয়ার নেতৃত্বে একদল অস্ত্রধারী দূর্বৃত্ত টেম্পু শ্রমিকদের উপর হামলা চালায়। এসময় শ্রমিক নেতা পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান (৩৫) ঘটনাস্থলে এসে বিষয়টি জানতে চাইলে হামলাকারী সোহেল মিয়া (২৮) ধারালো ক্ষোড় দিয়ে মিজানসহ দুই টেম্পু চালককে এলোপাতাড়ি আঘাত করে।

    অন্যান্য আহতরা হল, উপজেলার নয়ানি গ্রামের সাইদুর রহমানের পুত্র আলমগীর (২২) ও পীরেরগাঁও গ্রামের মালু হোসেনের পুত্র বশির আহমেদ (২৪)। প্রথমে আহতদেরকে চুনারুঘাট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত আলমগীর ও বশিরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেছে এবং যুবলীগ নেতা মিজানকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    উল্লেখ্য যে, ঘটনার পূর্বে মধ্য নরপতি গ্রামের এক যাত্রীর সাথে ভাড়া নিয়ে এক টেম্পু চালকের কথা কাটাকাটি হয়েছিল। এর জের ধরে সন্ধ্যায় চুনারুঘাট মধ্যবাজারে এ ঘটনা ঘটে। এ নিয়ে দু’পক্ষের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংর্ঘষের আশঙ্ক্রা রয়েছে। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে।