২৭ শে আগষ্ট অনুষ্ঠিত হবে চুনারুঘাট ঝুলন যাত্রা মহোৎসব

    0
    269

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৬আগস্ট,শংকর শীল: চুনারুঘাট উপজেলার পূর্ব বড়াইল গ্রামে শ্রী শ্রী মদন মোহন জিউর আখড়ায় সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ শ্রী কৃষ্ণের ঝুলন যাত্রা মহোৎসব ও নতুন মন্দিরের ভিত্তিপ্রস্থর স্থাপনের শুভ উদ্বোধন আগামী ২৭শে আগষ্ট রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আয়োজকরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। অনুষ্ঠানাধির মধ্যে ২৭শে আগস্ট ১৫ইং রোজ বৃহস্পতিবার দুপুর ৩টায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, পরিবেশনায়- মদন মোহন আখড়ার পৌরহিত শ্রী পরমানন্দ বৈষ্ণব। বিকাল ৫টায় পদ কীর্তন, পরিবেশনায়- বিনয় সূত্রধর, চুনারুঘাট। সন্ধ্যা ৭টায় মদন মোহন আখড়ার বিগ্রহ মন্দিরের ভিত্তিপ্রস্থর স্থাপন।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দিলীপ কুমার বণিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর, চুনারুঘাট পৌর মেয়র মোঃ নাজিম উদ্দিন শামসু, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরী, হবিগঞ্জ মহাদেব ও শনি মন্দিরের সভাপতি দিলীপ কুমার আচার্য্য, হবিগঞ্জ বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক ডাঃ স্বপন বড়–য়া, সুবর্ণা চৌধুরী, দিলীপ পাল, ডাঃ রামকৃষ্ণ পাল, প্রণয় পাল, সুবীর দেব, রাম শংকর ভট্টাচার্য্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। মদন মোহন আখড়ার কমিটির পক্ষ থেকে সক্রিয়ভাবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হল।