চুনারুঘাটে জিকুয়া গ্রামে মাজারকে কেন্দ্র করে আহত-৪

    0
    224

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৬ডিসেম্বর,ফারুক মিয়াঃ চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের জিকুয়া গ্রামের মামা-ভাগিনা মাজারকে কেন্দ্র করে ৪ জনকে পিটিয়ে গুরুতর আহত করেছে একদল দুর্বৃত্তরা।

    জানা যায়, গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্গাপুর মধ্যবাজার নামক স্থানে এ ঘটনাটি ঘটে। মামা-ভাগিনা মাজারের জায়গা নিয়ে ও মাজারের কবরস্থান নিয়ে দীর্ঘদিন যাবত আকবর বাহিনীর সাথে বিরোধ চলে আসছিল।

    এরই জের ধরে রবিবার সন্ধ্যায় আকবর বাহিনীর লোকজনরা দুর্গাপুর বাজার দেশীয় অস্ত্রসস্ত্র লাঠি-সোঠা নিয়ে হামলা চালালে তাদের দেশীয় অস্ত্রসস্ত্রের আঘাতে ৪ জন গুরুতর আহত হয়। আহতরা হলেন- জিকুয়া গ্রামের মৃত চান মিয়ার পুত্র জাহির মিয়া (৩৫), আহাদ মিয়া (৪০), মৃত রাজা মিয়ার পুত্র হবিব মিয়া (৩৩), মৃত ইউনুছ বক্সের পুত্র হাফেজ হারুন বক্স (৩০) নামে ৪ জন গুরুতর আহত হন।

    এ সময় আহতদের সাথে নগদ টাকা পয়সা ও ম্যাগলাইট সহ প্রায় অর্ধ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আহতদের আত্মচিৎকারে স্থানীয় বাজারবাসিরা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে মুমুর্ষ আশংকাজনক অবস্থায় ৪ জনকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আহত হাফেজ হারুন বক্স জানান, আকবর বাহিনীর তাহির মিয়া (৩৫), নজির আলী (৩০), ছায়েদ আলী (৪৫), নবীব (৩৮), আকবর (৪৫), মৃত ইউনুছ মিয়ার পুত্র রফিক বক্স (৩২) এদের সাথে হারুন বক্সের দুর্গাপুর মধ্য বাজার নাম্ক স্থানে এক পর্যায়ে কথাকাটাকাটি হলে এসময় আকবর বাহিনীর দলবল লোকজনরা উত্তেজিত হয়ে তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রসস্ত্র লাটি-সোঠা নিয়ে হামলা চালালে এতে ৪ জন গুরুতর আহত হয়।

    এ ব্যাপারে আহত হাফেজ হারুন বক্স চুনারুঘাট থানায় বাদী হয়ে ১০/১২ জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। উল্লেখ্য যে, দীর্ঘদিন যাবত ধরে মাজার ও কবরস্থানের জমি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল ও এ বিষয়ে আকবর বাহিনীর সাথে হবিগঞ্জ আদালতে মামলা-মোকদ্দমা চলে আসছিল।

    এলাকার প্রভাবশালী আকবর বাহিনীর দাপটে এলাকার সাধারন মানুষরা তার বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এ মামা-ভাগিনার মাজার ও কবরস্থান নিয়ে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা হতে পারে  বলছে এলাকাবাসীরা।