চুনারুঘাটে জাল দলিলের মাধ্যমে সম্পত্তি দখলের অভিযোগ

    0
    210

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,এপ্রিলঃ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ছনখলা গ্রামের মৃত সোনা মিয়ার পুত্র মোঃ অনু মিয়া (৪৫) এর পৈত্রিক সম্পত্তি জোর পূর্বক ভাবে জাল দলিলের মাধ্যমে একই গ্রামের বাসিন্দা মৃত মোঃ আব্দুল রাজ্জাকের বড় পুত্র মোঃ নুরুল ইসলাম (৬২) ও ছোট পুত্র আব্দুল সহিদ (৬০) দুই সহোদর ভাইয়ের বিরুদ্ধে জাল দলিলের মাধ্যমে সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। পাওয়া তথ্য মতে, গত ২৩/০১/২০১৫ ইং তারিখে সকাল ১০:৩০ ঘটিকার সময় মৃত আব্দুল রাজ্জাকের বড় ছেলে নুরুল ইসলাম ও ছোট ছেলে আব্দুল সহিদ সহ তাদের সন্ত্রাসী দলবল নিয়ে জোর পূর্বকভাবে ১৯৫ নং দাগের ২৫ শতক জমি দখলের জন্য লাঠি-সোঠা, পিগল, কোদাল, শাবল নিয়ে মোঃ অনু মিয়া সহ তার পরিবারের উপর হামলা চালায়।

    অনুসন্ধানে আরো জানা যায়, অনু মিয়ার পৈত্রিক সম্পত্তি বিগত ৫০/৬০ বৎসর যাবত জোর পূর্বকভাবে দখল করে আসছে ১৯৫ নং দাগের ২৫ শতক জমি দখলের জন্য বিভিন্ন কৌশল, একঘেয়েমি মনোভাব পোষণ করে প্রভাব খাটিয়ে গ্রাম সালিশের নিয়ম-কানুন লংঘন করে ভূয়া কাগজপত্র ও চেয়ারম্যান সার্টিফিকেট দিয়ে নামজারী করিয়া মোঃ অনু মিয়া ও তার পরিবারকে হয়রানি করছে। অনু মিয়া গত ২২/০২/২০১৫ ইং তারিখে চুনারুঘাট থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। অনু মিয়া ও তার পরিবারকে প্রকাশ্যে ও গোপনীয় ভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

    এলাকাবাসী জানিয়েছে, তারা দুই সহোদর ভাই উশৃংখল ও খারাপ প্রকৃতির লোক। মোঃ অনু মিয়া ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই এ ব্যাপারে মোঃ নূরুল ইসলাম ও আব্দুল সহিদ দুই সহোদয় ভাইয়ের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে উর্ধ্বতন কর্তৃপক্ষ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলো।