চুনারুঘাটে জাঁকজমকপূর্ণ ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী

    0
    539

    আমার সিলেট  24 ডটকম,১১নভেম্বর,এস.এম.সুলতান খানহবিগঞ্জের চুনারুঘাটে যুবলীগের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। কেক কাটা, মোটর সাইকেল শোডাউন, বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে সারাদিন ব্যাপী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। হরতালকে উপেক্ষা করে সকাল থেকেই চুনারুঘাট শহরে শত শত মোটর সাইকেল নিয়ে নেতাকর্মীরা উপজেলা চত্বরে জড়ো হতে থাকে। পরে দুপুর ১২টায় হাজার হাজার নেতাকর্মী মোটর সাইকেল শো-ডাউন করেন। দুপুর দেড় টায় প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। ২টায় পৌর শহরে বিশাল র‌্যালী বের করা হয়।র‌্যালী শেষে চুনারুঘাট মধ্যবাজারে উপজেলা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে এম আনোয়ার হোসেনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী সদস্য ও জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম।

    অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহ-সভাপতি হেমসিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেইন জিতু, সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, সহ-সভাপতি আব্দুর রশিদ মাস্টার, ইউপি চেয়ারম্যান শামছুন্নাহার চৌধুরী, যুগ্ম সম্পাদক আনোয়ার আলী, সাংগঠনিক সম্পাদক রজব আলী, সজল দাস, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মিয়া মহালদার, সাধারণ সম্পাদক আবুল খায়ের, যুগ্ম সম্পাদক আব্দুল্লা আল মামুন, সাংগঠনিক সম্পাদক সিদ্দিক আলী, পৌর আওয়ামীলীগের নির্বাহী সদস্য ও চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, গিয়াস উদ্দিন,

    আরও উপস্তিত ছিলেন,মানিক চৌধুরী, যুগ্ম সম্পাদক মীর ছায়েব আলী মেম্বার, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর আব্দুল হান্নান, হালিমুর রশিদ কাজল, প্রচার সম্পাদক তাজুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি নাজিম রেজা, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মিলন, সাংগঠনিক সম্পাদক শেখ দেলোয়ার হোসেন দেলু, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি শামছুল ইসলাম, রাণীগাঁও ইউনিয়ন যুবলীগের সেক্রেটারী সাংবাদিক ফারুক মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মানিক সরকার, নুরুল ইসলাম কবীর, আব্দুল ওয়াহিদ মেম্বার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন ও সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেল, সাংগঠনিক সম্পাদক হাজী জিল্লুল কাদির লস্কর রিমন, রুমন ফরায়েজী, ফয়সল চৌধুরী, খোকন চৌধুরী, রাজন, জহির মোল্লা ও রিপনসহ স্থানীয় নেতৃবৃন্দ।