চুনারুঘাটে জমির ক্লাষ্টার প্রদর্শণী ও মাঠ দিবস অনুষ্টিত

    0
    278

    চুনারুঘাট  প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় স্থাপিত ১৪ বিঘা জমির ক্লাষ্টার প্রদর্শণী ও (ব্রিধান-৪৮) এর মাঠ দিবস অনুষ্টিত হয়েছে।

    (৪ জুন) বৃহস্পতিবার বিকেলে উপজেলার দেওরগাছ ইউনিয়নের কাচুয়া বাজারে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এ মাঠ দিবস অনুষ্টিত হয়।

    উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন সরকারের পরিচালনায় ও হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ শাহজাহান।

    বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোস্তফা মাহমুদ ইকবাল ও মোঃ জালাল উদ্দিন প্রদান। এডঃ নুরুল ইসলাম তলিুকদার, সাবেক মেম্বার আলহাজ্ব আঃ জাহির, সৈয়দ সাইদুর রহমান, মিশকাতুল ইসলাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ কৃষক-কৃষাণীগণ।

    এর পূর্বে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় চুনারুঘাট উপজেলার ময়নাবাদ গ্রামে স্থাপিত কৃষক মোঃ শাহনুর রশিদের মাল্টা বাগান পরিদর্শন করেন।