চুনারুঘাটে চেয়ারম্যানের বিরুদ্ধে কর্মসৃজনের টাকা আত্মসাতের অভিযোগ

    0
    421

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৩আগস্টঃ  চুনারুঘাটে সনজু চেয়ারম্যানের বিরুদ্ধে কর্মসৃজনের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান সনজু চৌধুরীর বিরুদ্ধে কর্মসৃজনের টাকা আত্মসাতের একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ২নং আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু, ৫নং ওয়ার্ডের মেম্বার দুলাল ভূইয়া ও ২নং ওয়ার্ডের মেম্বার লিটন মিয়ার বিরুদ্ধে কাগজে নারী শ্রমিকদের একাধিক টিপ নিয়ে আমুরোড কৃষি ব্যাংক শাখা থেকে টাকা উত্তোলন ও বিভিন্ন অভিযোগ সহ কর্মসৃজনের টাকা আত্মসাতের বিষয়ে অভিযোগ এনে আমু ও নালুয়া চা বাগানের  অতি দরিদ্র এবং এ কর্মসৃজনে নিযুক্ত শ্রমিক সিমা, সবিতা, মিরা, নরমদা, মালতি, মলিনা, মনতাকিনি, রীতা সাবিতা, রূপসী, সনিতা সহ চা বাগানের ১০ জন নারী শ্রমিক বাদী হয়ে সনজু চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে কর্মসৃজনের টাকা আত্মসাত সহ বিভিন্ন অভিযোগ এনে গতকাল রবিবার হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

    এ নিয়ে এলাকায় আলোচনা ও সমালোচনা চলছে। তবে নারী শ্রমিকরা সনজু চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট ব্যবস্থা গ্রহণের দাবী জানান।