চুনারুঘাটে চেক জালিয়াতি মামলার আসামী গ্রেফতার

    0
    214

    আমারসিলেট24ডটকম,১৪মার্চ,এস,এম,সুলতান খানঃ সাড়ে ৩ লাখ টাকা চেক জালিয়াতি মামলার পলাতক আসামী শফিকুল আলম আলাইকে চুনারুঘাট থানা পুলিশ গ্রেফতার করেছে। জানা যায়, হবিগঞ্জ সদর থানার সুদিয়াখলা গ্রামের মৃত দরবেশ আলীর ছেলে মোঃ মুছা মিয়ার নিকট থেকে বছর খানেক পূর্বে চুনারুঘাট উপজেলার ডেওয়াতলী (নোয়াগাঁও) গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে ও শায়েস্তাগঞ্জ বাজারের চাউল ব্যবসায়ী শফিকুল আলম আলাই মিয়া সাড়ে ৩ লাখ টাকা ধার নেয়। টাকা নেওয়ার পর থেকে অনেক বার দেই দিচ্ছি করে সময় কর্তন করার এক পর্যায়ে ৩ মাস পূর্বে আলাই মিয়া সাড়ে ৩ লাখ টাকার একটি অগ্রণী ব্যাংকের চেক পাওনাদার মুছাকে দেয়। চেক পাওয়ার পর মুছা অগ্রণী ব্যাংক শায়েস্তাগঞ্জ শাখায় টাকা তুলতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ ওই চেকের নাম্বারে কোন টাকা নেই বলে জানান। টাকা না পেয়ে মুছা চেক জালিয়াতির অভিযোগ এনে হবিগঞ্জ আদালতে আলাইর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় বিজ্ঞ আদালত গ্রেফতারী পরোয়ানা জারী করেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল নোয়াগাঁও গ্রাম থেকে চুনারুঘাট থানা পুলিশ প্রতারক আলাইকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত আলাই থানা হাজতে দেখা যায়।