চুনারুঘাটে গ্রামবাসীর হাতে হরিণ আটক

    0
    210

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,২৫মার্চ,শংকর শীল,হবিগঞ্জ থেকেঃ বন মজুরদের তাড়া খেয়ে সংরক্ষিত বন থেকে পালিয়ে আসা একটি হরিণ এখন আহত অবস্থায় বাধা রয়েছে গ্রামবাসীর হাতে। উপজেলার গাজীপুর ইউনিয়নের পাহাড়ী আলীনগর গ্রামের গাজীর বাড়িতে রয়েছে গন পিঠুনীর শিকার ওই হরিণটি।
    হরিণটিকে উদ্ধরের জন্য রেমা বন বিটের বিট অফিসার ঘটনাস্থলে রওয়ানা হয়েছেন বলে জানান কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা নুরুজ্জামান। এলকাবাসিরা জানান, শনিবার সকাল ৮টায় রেমা সংরক্ষিত বন থেকে আলীনগর গ্রামে চলে আসে একটি মায়া হরিণী। লোকালয়ে হরিণ দেখে একদলএগ্রামবাসি মিলিত হয়ে হরিণটিকে ধাওয়া করে এবংপিঠিয়ে মারাত্মক আহত করে এবং আলীনগরের জনৈক গাজীর বাড়িতে হরিণটি বেধে রাখে ।

    এদিকে এলাকার কিছু উৎসাহি লোকজন হরিণটিকে জবাই করতে চাইলে কিছু লোক বাধা দেন। এনিয়ে অকুস্থল কিছুটা উত্তপ্ত ছিলো। এ দিকে হরিণ আটকের বিষয়টি কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তার নজরে আসলে তিনি রেমা বিট অফিসার চন্দন ভৌমিকে নির্দেশ দিয়েছেন। হরিণটি অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।