চুনারুঘাটে কোটি টাকার চামড়া সংগ্রহের টার্গেট ফড়িয়াদের

    0
    351

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৩সেপ্টেম্বর,ফারুক মিয়া: হবিগঞ্জের চুনারুঘাটে সহস্রাধিক ফড়িয়া ব্যবসায়ী কোটি টাকার চামড়া সংগ্রহের টার্গেট নিয়ে মাঠে নেমেছে। ইতিমধ্যে নিয়োগকৃত এজেন্টরা গ্রামে গ্রামে ঘুরে ফড়িয়া ব্যবসায়ীর কাছে টাকা ছাড়ছেন। এদিকে প্রকৃত ব্যবসায়ীরা ঋণ না পাওয়ায় টাকার অভাবে চামড়া কিনতে পারবেন কিনা তা নিয়ে সংশয়ে রয়েছেন।

    এ অবস্থায় কোনঠাসা হয়ে পড়েছে প্রকৃত চামড়া ব্যবসায়ীরা। ফলে এবারও চামড়া ভারতে পাচারের আশংকা করছেন প্রকৃত ব্যবসায়ীরা। অপর দিকে চামড়া পাচার রোধ, আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তে বিজিবি তাদের টহল জোরদার করেছে বলে স্থানীয় বিজিবি সূত্রে জানা গেছে। উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌর এলাকায় ১২ থেকে ১৫ হাজার গরু ও ছাগল কোরবানী করা হবে বলে ধারণা করা হচ্ছে।

    এসব গরু ও ছাগলের কোরবানি দাতাদের কাছ থেকে ফড়িয়া ব্যবসায়ীরা আগে-ভাগেই চামড়া কিনে নেয়ার টার্গেট নিয়ে নামার কারণে প্রকৃত চামড়া ব্যবসায়ীরা বিপদে পড়েছেন। তাই এ বছর ফড়িয়া ব্যবসায়ীরা আগে-ভাগেই মাঠে নামার কারণে তারাও মাঠে নামতে বাধ্য হয়েছেন। গত বছর চামড়ার মূল্য না পেয়ে এবার কোরবানি দাতারা অগ্রিম চামড়া বিক্রি করছেন বলে জানা গেছে।

    উত্তর নরপতি এলাকার চামড়া ব্যবসায়ী মরম আলী বলেন, আমরা ঋণ না পাওয়ায় সুদের উপর টাকা নিয়ে চামড়া কেনার চিন্তা করছি। অথচ মৌসুমী ব্যবসায়ীরা অগ্রিম টাকা দিয়ে চামড়া কিনে নিচ্ছে। এতে আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি। বেলাল মিয়া জানান, মৌসুমী ব্যবসায়ীদের দাপটে আমরা কোনঠাসা। চড়া দামে চামড়া নিচ্ছে তারা। তাই এবার আমরা প্রকৃত ব্যবসায়ীরা চাহিদা মতো চামড়া কিনতে পারবো না।