চুনারুঘাটে কুপিয়ে জখম:একই পরিবারের আহত-৪

    0
    422

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২১আগস্ট: চুনারুঘাট উপজেলার পৌরসভার বাগবাড়ি গ্রামের বৃদ্ধ ইন্তাজ উল্লা (৬০), তার স্ত্রী আম্বিয়া বেগম (৪৫) ও পুত্র ফুল মিয়া (৩৫) এবং ফুল মিয়ার ছোট বোন বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছফিনা আক্তার (২০) সহ একই পরিবারের ৪ জনকে পূর্ব বিরোধের জের ধরে একদল দূর্বৃত্তরা ছফিনা আক্তারের পিতা ইন্তাজ উল্লা ও তার স্ত্রী আম্বিয়া খাতুনের মাথায় কুপিয়ে ও তার ভাই ফুল মিয়াকে নাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। শুক্রবার সকাল ৮টার দিকে বাগবাড়ি গ্রামে ইন্তাজ উল্লার নিজ বসতবাড়িতে এ ঘটনাটি ঘটে।

    তাদের শোর চিৎকারে স্থানীয় এলাকাবাসীরা এগিয়ে এসে উদ্ধার করে আহত ৪ জনকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করে। আহত ইন্তাজ উল্লা জানান, পৌরসভার বাগবাড়ি একই গ্রামের সৈয়দ উল্লার পুত্র শামছুল হক (৩৫), সফিক (২৮), মন্তাজ উল্লার পুত্র আজিজুল হক (৩০), মৃত মনাই উল্লার পুত্র মন্তাজ উল্লা (৪৫), সৈয়দ উল্লা (৫৫) সহ একদল দূর্বৃত্তরা পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে ক্ষিপ্ত হয়ে ইন্তাজ উল্লাকে তার নিজ বসতবাড়ির পাশের রাস্তায় আটক করে হাতে থাকা দা দিয়ে তার মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে।

    এ সময় ইন্তাজ উল্লার পুত্র কন্যা স্ত্রী বাধা দিতে গেলে তাদের উপর উত্তেজিত হয়ে একদল দূর্বৃত্তরা ধারালো অস্ত্র দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। এ ব্যাপারে মন্তাজ উল্লার কন্যা শিক্ষিকা ছফিনা আক্তার বাদী হয়ে ৪/৫ জনকে আসামী করে চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

    উল্লেখ্য যে, আহত ইন্তাজ উল্লা ও তার পরিবারের সাথে দীর্ঘদিন যাবত ধরে বিরোধ চলে আসছিল সৈয়দ উল্লার।