চুনারুঘাটে কম্পিউটার ট্রেনিং সেন্টারে ওরিয়েন্টশন ক্লাস শুরু

    0
    246

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৫জানুয়ারীঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের নালমুখ বাজারস্থ গাজী মার্কেটে ইউনিক কম্পিউটার ট্রেনিং সেন্টারে ওরিয়েন্টশন ক্লাস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ওরিয়েন্টশন ক্লাসে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক মোঃ আঃ রশিদ। আরো উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক মশিউর রহমান খন্দকার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ, সাবিহা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম, আবুল বাশার, নালুয়া চা বাগান টিলা ইনচার্জ, উপজেলা যুব উন্নয়ন অফিসের ক্রেডিট সুপারভাইজার মাসুদ কায়সার খান, সিনিয়র শিক্ষক মোঃ লুৎফুর রহমান, আদমপুর গাউছিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ এনামুল হক ও আছকির মিয়া, নূর মোহাম্মদ, রফিকুল ইসলাম, শাহ জালাল মহা বিদ্যালয়ের প্রভাষক হাসানুজ্জামান খান মোর্শেদ, শিক্ষানবিশ এডভোকেট রফিকুল ইসলাম মাষ্টার।

    ওরিয়েন্টেশন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউ/পি কম্পিউটার সেন্টারের পরিচালক মোঃ জসিম উদ্দিনের উপস্থাপনায় ও হবিগঞ্জ কেন্দ্রীয় সিসিএমআর বহুমুুখী সমবায় সমিতি লিঃ এর চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ সাহেবের সভাপতিত্বে বক্তাগণ উক্ত প্রশিক্ষণার্থী ছাত্রগণ তোফায়েল আহমদ, শিল্পি আক্তার, ইফতি আরা ইসলাম, চম্পা আক্তার মৌরি, পেরুন হাসান ও উত্তম দেব নাথ তথ্য ও প্রযুক্তি বিষয়ে জ্ঞানলাভের উপর দিক নির্দেশনা প্রদান করেন।

    প্রসঙ্গত, উক্ত কম্পিউটার প্রশিক্ষণটি ১লা জানুয়ারী শুভ উদ্ভোধন করা হয়। উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষানুরাগী চুনারুঘাটের কৃতি সন্তান উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও হবিগঞ্জ জজকোর্টের বিজ্ঞ পিপি এম. আকবর হোসাইন জিতু, সাংবাদিক ফারুক মিয়া, জিলানী আখঞ্জী, খায়রুজ্জামান উজ্জল।