চুনারুঘাটে কমিউনিটি ক্লিনিকগুলি বন্ধের পথেঃসরেজমিন

    0
    205

     সেবা থেকে বঞ্চিত সাধারন মানুষ

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০১ডিসেম্বর,এস.এম সুলতান খানঃগরীব ও সাধারন রোগীদের সেবার জন্য সরকারের কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠিত চুনারুঘাট উপজেরার কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধের পথে। সেবা থেকে বি ত হচ্ছেন সাধারন রোগীরা। চুনারুঘাট উপজেলার বিভিন্ন এলাকায় ৩০টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এর মধ্যে কয়েকটি চালু থাকলেও অধিকাংশতেই গরু-ছাগলের স্থান ও তালাবদ্ধ রয়েছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে পল্লী অঞ্চলের সাধারণ রোগীরা চিকিৎসা সেবা নেয়ার জন্য ক্লিনিকগুলো প্রতিষ্ঠিত হলেও বর্তমানে নিজেই রোগী হয়ে পড়েছে।

    সরেজমিনে পাকুড়িয়া, গাজীগঞ্জ, মিরাশী সহ অনেকটি ক্লিনিক ঘুরে দেখা যায় তালাবদ্ধ অবস্থায় রয়েছে। এ ব্যাপারে স্থানীয়দের জিজ্ঞাস করলে অনেকেই জানান, ক্লিনিকগুলো প্রতিদিনই বন্ধ থাকে। মাঝে মধ্যে দায়িত্বশীল ডাক্তাররা আসলেও কিছুক্ষণ বসেই রোগীদের চিকিৎসা না করে গল্প-গোজব করে তারা চলে যান।

    এ নিয়ে এলাকার সাধারন রোগীরা চিকিৎসা থেকে বি ত রয়েছে। এ ব্যাপারে গাজীগঞ্জের ক্লিনিক এলাকার অনেকেই জানান, দায়িত্বশীল স্বাস্থ্য কর্মী সুয়েব আহমদ নামে একজন এ ক্লিনিকের দায়িত্বে থাকলেও অনেকদিন যাবত উনাকে দেখা যাচ্ছে না এবং ক্লিনিকের তালাও খুলেনি। অপরদিকে পাকুড়িয়া ক্লিনিক এলাকার অনেক বাসিন্দারা জানান।

    ওই ক্লিনিকের দায়িত্বে স্বাস্থ্য কর্মী আজিজুর রহমান নামে একজন থাকলেও তাকে অনেকদিন যাবত ক্লিনিকে দেখা যাচ্ছে না এবং ক্লিনিকের তালাও খুলেনি। ফলে শত শত সাধারন গরীব অসহায় রোগীরা চিকিৎসা সেবা থেকে বি ত হচ্ছে। তারা ক্লিনিকে চিকিৎসা না পেয়ে চুনারুঘাট সদর হাসপাতালে প্রতিদিন ভিড় জমাচ্ছে।

    এ ব্যাপারে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তথা স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ কামনা করছেন ভুক্তভোগী রোগীরা।