চুনারুঘাটে এক ছাত্রকে রড দিয়ে পিটিয়েছে দুর্বৃত্তরা

    0
    230

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৭ফেব্রুয়ারী হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের ছিলামী গ্রামের ছুরত আলীর পুত্র মিরপুর আলিফ সোবহান বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র ফজলু মিয়া ওরফে ফয়সল (১৮) কে  বুধবার সকাল ৯টার দিকে বাড়ি থেকে রওয়ানা হয়ে বাসুদেবপুর বাজারে আসলে পূর্ব শত্র“তার জের ধরে একদল দুর্বৃত্তরা বাসুদেবপুর বাজারে ওয়ার্কশপ দোকানের সামনে ফজলু মিয়াকে একা পেয়ে এক পর্যায়ে সোহেলের সাথে কথাকাটাকাটি হলে এসময় উত্তেজিত হয়ে সোহেল ও আঃ রউফ তাকে আটকিয়ে তাদের হাতে থাকা রড দিয়ে বেদড়ক পিটিয়ে সারা শরীরে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।

    এ সময় ফজলু মিয়ার আত্মচিৎকারে স্থানীয় বাজারবাসীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে গুরুতর আশংকাজনক অবস্থায় চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ছাত্র ফজলু মিয়া জানান, উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের কোনাউড়া গ্রামের সফর আলীর পুত্র আঃ রউফ (২০) ও বাসুদেবপুর গ্রামের জমির আলীর পুত্র সোহেল মিয়া (৩০) সহ একদল দুর্বৃত্তরা পূর্ব শত্র“তার জের ধরে তাদের হাতে থাকা রড ও দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে পিটিয়ে তার সারা শরীরে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।

    আলিফ সোবহান বিশ্ববিদ্যালয় কলেজের অদ্যক্ষ মাহবুবুর রহমান সহ শিক্ষকরা ফজলুকে হাসপাতালে দেখতে এসে দুঃখ প্রকাশ করেন। এ ব্যাপারে ফজলু মিয়ার পিতা ছুরুত আলী ২/৪ জনকে আসামী করে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। আহত ফজলু মিয়া চুনারুঘাট থানা প্রশাসনের প্রতি সুবিচার পাওয়ার জন্য জোর দাবী জানান।