চুনারুঘাটে এক কৃষকের টাকা ছিনতাইঃমামলা দায়ের

    0
    219

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৬সেপ্টেম্বর,ফারুক মিয়া: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ইকরতলী গ্রামের মৃত আমির চাঁন এর পুত্র বাচ্চু মিয়া (৩০) আমুরোড বাজারে গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে একদল ছিনতাইকারীরা তার কাছ থেকে গরু বিক্রির ৪৬ হাজার টাকা ও ১টি বিদেশী ম্যাগলাইট ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। জানা যায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে তুইগাঁও মসজিদের দক্ষিণের রাস্তায় নামক স্থানে এ ঘটনাটি ঘটে। তার শোর চিৎকার শুনে আশপাশের স্থানীয় লোকজনরা এগিয়ে এসে বাচ্চু মিয়াকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় চুনারুঘাট হাসপাতালে ভর্তি করে।

    আহত বাচ্চু মিয়া জানায়, তার ঘরের একটি গরু আমুরোড বাজারে বিক্রি করে বাড়ি ফেরার পথে তুইগাঁও মসজিদের দক্ষিণের রাস্তায় নামক স্থানে একদল ছিনতাইকারীরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে তার সাথে থাকা গরু বিক্রির ৪৬ হাজার টাকা ও ১টি বিদেশী ম্যাগলাইট ছিনিয়ে নিয়ে বেদড়ক মারপিট করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। এ ব্যাপারে বাচ্চু মিয়া চুনারুঘাট থানায় বাদী হয়ে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের তুইগাঁও গ্রামের আঃ রশিদের পুত্র ফরিদ মিয়া (৪০), আঃ হক (৩৮), লবজ উল¬ার পুত্র সবুজ মিয়া (৩২) সহ ৩ জন ছিনতাইকারীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।

    মামলার বিবরণে জানা যায়, বাচ্চু মিয়ার সাথে থাকা গরু বিক্রির নগদ ৬০ হাজার টাকা ও ১টি ম্যাগলাইট যার মূল্য ২ হাজার টাকা মোট ৪৮ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এ ব্যাপারে চুনারুঘাট থানার এস.আই কবীর ভূইয়া ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, ছিনতাইকারীদের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অভিযোগে জড়িত আছে বলে জানায়। ছিনতাইকারীরা বাড়িঘর থেকে আত্মগোপন করে পালিয়েছে। ছিনতাইকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।