চুনারুঘাটে আমনের বাম্পার ফলনে ও কৃষকের হাসি নেই

    0
    217

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৭ডিসেম্বরঃ হবিগঞ্জের চুনারুঘাটে এবছর আমনের বাম্পার ফলন হয়েছে।কিন্ত ধানের দাম কম হওয়ায় কৃষকের মুখে হাসি নেই। চুনারুঘাটে চলতি মৌসুমে রোপা ও বোনা উভয় পদ্ধতিতেই কৃষকেরা আমনের চাষ করেছিলেন। তারা এ বছর বোনা আমনের চেয়ে রোপা আমন চাষে বেশী আগ্রহী ছিলেন। পর্যাপ্ত সার, বীজ, কীটনাশক ব্যবহারে অল্প সময়ে ঘরে তুলতে পারায় কৃষকেরা আগ্রহ বেড়ে যায়।ইতিমধ্যে বিভিন্ন স্হান থেকে আগত কৃষকরা ধান কাটা প্রায় শেষ করেছেন। পাকা ধানের সোনালি রঙে ভরে উঠেছিল মাঠের পর মাঠ।

    এদিকে কৃষকেরা ধান কাটার সাথে সাথেই মাঠে বোরো আবাদে ব্যস্ত হয়ে পরেছেন। কোনো লাভ লোকসান না ভেবেই কম মূল্যে ধান বিক্রি করে অনান্য চাষা বাদের প্রস্তুতি নিয়েছেন। চুনারুঘাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে পাওয়া, এবছর আমনের লক্ষ্যমাএা ধরা হয়েছিল ৩হাজার হেক্টর, তবে এবছর লক্ষ্যমাএা ছাড়িয়ে গেছে।

    বাগবাড়ি গ্রামের আঃকালাম, সিদ্দিক আলী ও বড়াইল গ্রামের লালু মিয়া সহ কয়েক জন কৃষক জানান, এবছর অধিক মজরীতে শ্রমিক সংগ্রহ করায় প্রতি মন ধান গোলা পর্যন্ত পৌছাতে ৪শত টাকা খরচ হয়েছে। সেই ধান বাজারে ৩থেকে সাড়ে ৩শত টাকার বেশী পাওয়া যায় না। যার ফলে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

    চুনারুঘাট কৃষি কর্মকর্তা মোঃজালাল উদ্দিন জানান, এবছর অনুকুল পরিবেশ থাকায় ও কৃষকের সঠিকমত সার কীটনাশক ব্যবহার করায় আমনের বাম্পার ফলন হয়েছে।