চুনারুঘাটে আবারও স্বামী স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ

    0
    224

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,আগস্ট,ফারুক মিয়াঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের বড়াব্দা গ্রামের মৃত সিদ্দিক আলীর পুত্র জমির আলী (৪৫) ও তার স্ত্রী রুহেনা আক্তার (৩০) সহ মানবপাচারকারীরা মিরাশী ইউনিয়নের বড়াব্দা মাইজগাঁও সরকার বাড়ির নিরীহ এক প্রতিবন্ধী সুন্দর আলীর স্ত্রী মল্লিকা আক্তার (৩০) নামে গৃহবধুকে ৩০ হাজার টাকার বিনিময়ে ডুবাই পাঠানো হয়।

    ডুবাই পাঠানোর তিন মাস পরে মল্লিকা খাতুনের সাথে তার স্বামী প্রতিবন্ধী সুন্দর আলীর সাথে ডুবাই থেকে কপিলের সাথে মোবাইল ফোনে আলাপ করলে তার স্ত্রী মল্লিকা জানায় আমাকে ১ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে ডুবাই কপিলেল কাছে। পরে বিষয়টি মোবাইল ফোনে স্বামী সুন্দর আলী ও এলাকাবাসীর মাঝে জানাজানি হলে এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ বর্তমান চেয়ারম্যান ও ইউপি সদস্য সহ নালমুখ বাজারে এক বিচার সালিশ বসে।

    সালিশে বসেও এ ব্যাপারে কোন সুরাহা হয় নাই। তখন এলাকার গণ্যামান্য ব্যক্তিরা দালাল ও প্রতারক জমির আলী ও তার স্ত্রীকে চাপ সৃষ্টি করলে স্বামী স্ত্রী দুজনই বাড়ি থেকে পালিয়ে যায়। এ ব্যাপারে স্বামী প্রতিবন্ধী সুন্দর আলী তার স্ত্রী মল্লিখা খাতুনকে ডুবাই থেকে ফেরত পাওয়ার জন্য বাদী হয়ে চুনারুঘাট থানায় জমির আলী ও তার স্ত্রী রুহেনাকে আসামী করে একটি অভিযোগ দায়ের করে।

    এ ব্যাপারে সুবিচার পাওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন প্রতিবন্ধী সুন্দর আলী। উল্লেখ্য যে, মিরাশী ইউনিয়নের আলোনিয়া গ্রামের মফিল মিয়ার স্ত্রী রেনু আক্তার বাদী হয়ে একই দালালদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে।

    গত ২৩ আগষ্ট হবিগঞ্জের স্থানীয় বিভিন্ন পত্রিকায় জমির আলী ও তার স্ত্রী রুহেনা আক্তারের দালালদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলে চুনারুঘাট থানায় এসআই আবু আব্দুল্লাহ জাহিদ বিষয়টি তদন্ত করেন। মানবপাচারকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানায়।