চুনারুঘাটে আইনজীবি সহকারীর উপর হামলাঃকোর্টে মামলা  

    1
    778

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৯মার্চ, ফারুক মিয়াঃ চুনারুঘাটে একদল দুর্বৃত্তরা আইনজীবি সহকারীর উপর হামলা ও অর্থকরী লুট করেছে। এ ব্যাপারে হবিগঞ্জ বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল আদালতে ঝলক রায় (২৮) সহ অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সুধাংশু রায় সোহেল।

    মামলার বিবরণে জানা যায়, গত ২৮/০৩/২০১৫ শনিবার রাত্র ৯ ঘটিকার সময় নালমুখ বাজার থেকে বাড়ি ফেরার পথে পথিমধ্যে বাজার বড় মসজিদ সংলগ্ন রাস্তায় পৌছা মাত্রই প্রতিপক্ষ ঝলক রায় (২৮) এর নেতৃত্বে একদল দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়া সুধাংশুর উপর এলোপাতারি হামলা চালায়।

    এসময় সুধাংশুর শোর চিৎকারে লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা তার সাথে থাকা নগদ ৬০,০০০/= টাকা, সহ স্যামসাং মোবাইল সেট ও গলায় থাকা আদা ভরি ওজনের স্বর্ণের চেইন লুট করে নিয়ে পালিয়ে যায়।

    পরে সুধাংশু রায়কে আহত অবস্থায় উদ্ধার করে চুনারুঘাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত সুধাংশু জানায়, ওই দিন একই গ্রামের বিষু লাল রায়ের নিকট থেকে জমি বিক্রয়ের টাকা নিয়া আসার জন্য বাজারে যায়।

    টাকা নিয়ে বাজার থেকে বাড়ি ফেরার পথে ওই ঘটনা ঘটে। এব্যাপারে ২৯/০৩/২০১৫ ইং তারিখে সুধাংশু রায় বাদী হয়ে হবিগঞ্জ বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট (কগ-০২) আদালতে আজমিরীগঞ্জ উপজেলার বিরাট গ্রামের হরিপদ রায়ের পুত্র ঝলক রায় (২৮) সহ অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে নগদ টাকা সহ মালামালা লুটপাটের ১,১০,০০০/= টাকা ছিনতাইয়ের মামলা দায়ের করা হয়। মামলা নং- দং ৭৬/২০১৫ চুনারু।