চুনারুঘাটে অপহৃতা ছাত্রীকে ২ মাসেও উদ্ধার করতে পারেনি পুলিশ

    0
    261

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৩জুলাই,এস এম সুলতান খানঃ চুনারুঘাটে অপহরনের দু’মাস পরও অপহৃতা স্কুল ছাত্রী রাত্রি কানু (১৫)কে উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় আদালতে একটি মামলা হয়েছে। কিন্তু আসামীরা রাত্রিকে অজ্ঞাত স্থানে লুকিয়ে রেখে বাড়ি ঘরে দিব্যি ঘুরাফেরা করায় মামলার বাদী সরস্বতী কানুর অভিযোগ, আমি গরিব আমার টাকা পয়সা নেই, তাই তদন্তের নামে গড়িমসি করায় এখন পর্যন্ত রাত্রী উদ্ধার কিংবা মামলার আসামীদেরও পুলিশ গ্রেফতার করছে না। ফলে মামলার ভবিষ্যত নিয়েও বাদী সন্ধিহান হয়ে পড়েছেন।

    পুলিশের দাবী মামলার তদন্ত দ্রুত গতিতেই এগুচ্ছে। উলেখ্য, গত ২৭শে মে রাতে উপজেলার চান্দপুর চা বাগানের চা শ্রমিক মৃত রাজেন কানু ও সরস্বতী কানু দম্পতির একমাত্র কন্যা স্কুল পড়–য়া ছাত্রী রাত্রি কানুকে একই এলাকার রাজিব মহালীর পুত্র রিমন মহালী ২০ জোরপূর্বক অপহরন করে।

    পর দিন রাত্রির মা বিধবা সরস্বতী কানু স্থানীয় ইউপি মেম্বার ও বাগান প ায়েতদের দারস্থ হয়ে ন্যায় বিচার না পেয়ে রাত্রীর মা সরস্বতী বাদী হয়ে অপহরনকারী রিমনসহ ৩ জনকে আসামী করে হবিগঞ্জ আদালতে একটি মামলার দায়ের করেন। বর্তমানে মামলাটি চুনারুঘাট থানায় তদন্তাধীন অবস্থায় সীমাবদ্ধ রয়েছে। এ ব্যাপারে মামলার তদন্ত অফিসার আবু আব্দুলা জাহিদ জানান আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছে।