চুনারুঘাটে অপহরনের নাটক সাজিয়ে নিজেই এখন শ্রীঘরে

    0
    359

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৬সেপ্টেম্বর,এসএম সুলতান খানচুনারুঘাটে অপহরনের নাটক সাজিয়ে আবদাল মিয়া (৩৫) নামে এক যুবক নিজেই এখন শ্রীঘরে। জানাযায়, উপজেলার সদর ইউনিয়নের হাসারগাঁও গ্রামের মৃত শুকুর আলীর ছেলে আবদাল মিয়া পাওনা টাকা পরিশোধ করতে না পেরে আত্মগোপন গিয়ে পাওনাদাররদের বিরেদ্ধ মামলা করেন। পুলিশ অপহৃতা আবদালকে ৫ মাস পর গ্রেফতার করার পর অপহরন নাটকের অবসান ঘটল। পুলিশ জানায়, একই উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের সুন্দরপুর গ্রামের আজাদ নিকট থেকে ৮হাজার টাকা সুদের উপর ধার নেয়। ওই টাকা দিতে না পেরে আবদাল বিভিন্ন ফন্দি অবলম্বন করে। এরই ফন্দি হিসেবে গত ১৩ এপ্রিল ১৫ আবদাল আত্মগোপন করে।

    আত্মগোপনের পর তার স্ত্রী রহিমা খাতুন বাদী হয়ে হবিগঞ্জ আদালতে সাটিয়াজুরী গ্রামের জামসেদ আজাদ, মকসুদ আলীসহ ৪ জনের বিরুদ্ধে একটি অপহরন মামলা দায়ের করেন। মামলটি তদন্তের চুনারুঘাট থানার এসআই আবু আব্দুল¬াহ জাহিদ দায়িত্ব নেন। মামলা তদন্তের এক পর্যায়ে কললিস্টের সূত্রধরে গত সোমবার দুপুর ৩টায় চট্টগ্রামের সীতাকুন্ডের কে.ওয়াই স্টীল মিল থেকে আব্দালকে আটক করে থানায় নিয়ে আসেন।

    পরে আব্দালকে থানায় জিজ্ঞাসাবাদ করলে তলের বিড়াল বেড়িয়ে আসে। ওই মিথ্যা মামলায় স্থানীয় ইউপি চেয়ারম্যান এডঃ সরকার মোঃ শহিদ ও সাবেক চেয়ারম্যান আঃ রশিদ মাষ্টারকে স্বাক্ষি হিসেবে জড়ানো হয়েছে বলে এসআই জাহিদ জানান। গতকাল মঙ্গলবার আব্দালকে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। পরে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে। এ নিয়ে সাটিয়াজুরী ও  ইউনিয়নের সচেতন মহলে মাঝে আলোচনা সমালোনার ঝড় বইছে।