চুনারুঘাটের হাসপাতাল গেইটে আবারো হামলাঃআহত-৫ গ্রেফতার-৪  

    0
    243

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৮মার্চ,ফারুক মিয়াঃ চুনারুঘাটের গ্রামে এক নিরীহ পরিবারের উপর একবার হামলা করে আহত করে। আহতকে হাসপাতাল নিয়ে আসলে আবারো হামলা চালায় সন্ত্রাসীরা। উপর্যপুরি হামলার ঘটনায় চুনারুঘাট থান্য়া মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, উপজেলার দেওরগাছ ইউনিয়নের বাঘারুক গ্রামের একই বাড়ীর বাসিন্দা আঃ মান্নান ও মোঃ আব্দুল হাই’র পরিবারের মধ্যে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে।

    দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধের জের ধরে গত শুক্রবার বেলা ১২টার দিকে আব্দুল হাই বিনা উস্কানিতে আঃ মান্নানের বাড়ীর উঠানে গিয়ে অকথ্য ভাষায় গালাগালি করলে আঃ মান্নান এর পুত্র জামাল মিয়ার উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। জামাল রক্ষা করতে এগিয়ে আসলে সন্ত্রাসীরা স্বপন মিয়া ও সুমন মিয়াকে দা, রড ও দা’র আঘাতে রক্তাক্ত জখম করে। জামাল, স্বপন, সুমনকে রক্ষায় এগিয়ে যাওয়া জাকির মিয়া, আবুল কালাম ও নাছিমা নামক ব্যক্তিরা সন্ত্রাসীদের হাতে গুরুতর আহত হন।

    আহতদের শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে পূর্ব থেকে ওৎপেতে থাকা জানেল মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী আঃ মান্নান সহ অন্যান্য আহতদের উপর পূনরায় অতর্কিতে হামলা চালায়। পরে, আশেপাশের লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

    এই ঘটনায় আহতদের স্ত্রী মোছাঃ ফাতেমা বেগম বাদী হয়ে একই গ্রামের আব্দুল হাই (৩০), কাউছার মিয়া (২৬), জুয়েল মিয়া (২৮), জানেল মিয়া (১৮) ও আব্দুল জাহির সহ ৯/১০ জনের নামে মামলা দায়ের করেন। এই ঘটনায় পুলিশ প্রধান আসামী আঃ হাই সহ ৪ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।