চুনারুঘাটের বৃক্ষনিধনকারীদের বিরুদ্ধে বিশাল মানব বন্ধন

    0
    523

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৮মার্চ,এম এস জিলানী আখনজী:চুনারুঘাট প্রতিনিধি। গাছ বাচাঁও, পরিবেশ বাচাঁও এই শ্লোগান নিয়ে চুনারুঘাটের আহম্মবাদ নাগরিক কমিটির ব্যানারে এক প্রাণবন্ত মানব বন্ধনের আয়োজন করা হয়। চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের চুনারুঘাট বাল্লা সড়কে শিক্ষক ছাত্র/ছাত্রী, কৃষক, ব্যবসায়ী, জন প্রতিনিধি, সাংবাদিক, বন-বিভাগ কর্মকর্তা সহ সাধারন মানুষ এতে অংশ গ্রহন করেন।

    এসময় চুনারুঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তন্ময় ইসলাম ও আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু উপস্থিত থেকে বক্তব্য প্রধান করেন। উল্লেখ্য কিছুদিন যাবৎ কতিপয় প্রভাবশালী নেতার চত্র চায়ায় কিছু দুর্বৃত্তরা চুনারুঘাট বাল্লা সড়কের স্বীজিত সবুজ গাছ রাতের আধারে কেটে নিয়ে যাচ্ছিল।

    এরই পরিপেক্ষিতে বৃক্ষনিধনকারীদের বিরুদ্ধে গতকাল রবিবার এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানব বন্ধনে অংশ গ্রহন করেন চুনারুঘাটের আহম্মদাবাদ মানব কল্যাণ সংঘ, কালিশিরি গ্রাম বাংলা সংঘ, আমুরোড হাইস্কুল এন্ড কলেজ, শাহ্ শামছুদ্দিন আখঞ্জী (রহ:) সুন্নিয়া দাখিল মাদ্রাসা, কালিশীরি জুনিয়র হাইস্কুল, শুকদেবপুর প্রথমিক বিদ্যালয়, আহম্মদাবাদ সাহিত্য পরিষদ সহ অনেক সংগঠনের সদস্যবৃন্দ ও কলেজ, স্কুল, মাদ্রাসার ছাত্র/ছাত্রী এতে অংশ গ্রহন করেন।

    অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বীর-মুক্তিযোদ্ধা আ: রহমান আজাদ, সাংবাদিক নুরুল আমীন, মিজানুর রহমান, সাংবাদিক আ: রাজ্জাক রাজু, প্রভাষক মোস্তাফিজুর রহমান পাপন, ছাত্রলীগ সেক্রেটারী ওয়াহিদুল ইসলাম, কবি মহিবুর রহমান জিতু, সাংবাদিক এম এস জিলানী আখনজী, শাহ্ আলম, নাছির উদ্দিন, লোকমান, আকরাম এমরান, হাফিজ তালুকদার, বেলাল আহমদ, আশিকুর রহমান, আজিজুল হক নাছির, টিপু সুলতান প্রমূখ। মানব বন্ধন র‌্যালি শেষে ইউনিয়ন অফিস হলরুমে এক অলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত আলোচনা সভায় চেয়ারম্যান সনজু চৌধুরী,মুক্তিযোদ্ধা আ: রহমান আজাদ,সাংবাদিক নুরুল আমীন ও মিজানুর রহমান বলেন এখন সময় আসছে একের পর এক মানব বন্ধন করে আমরা সমাজ থেকে বাল্যবিভাহ্ মাদকের বিরুদ্ধে রুকে দারাতে হবে। পরিশেষে সৌদি আরব প্রভাশী মো: সেলিম আজাদের জনকল্যাণ মুলখ সংগঠন “আহম্মদাবাদ মানব কল্যাণ সংঘ,, কে বিশাল ব্যানারের মাধ্যমে র‌্যালিতে অংশ গ্রহন করার জন্য ধন্যবাদ জানিয়ে মানব বন্ধন অনুষ্টান সমাপ্তি হয়।