প্রতিবন্ধী তাজুলের ভাতার অভিযোগঃএডঃ মাহবুব আলীর আশ্বাস

    0
    322
    এস এম সুলতান খান,চুনারুঘাট থেকেঃ চুনারুঘাটের শারিরীক প্রতিবন্ধী তাজুল প্রতিবন্ধী ভাতা পাবে কবে। সরকার  প্রতিবন্ধী, বিধবা, বয়স্ক ও মুক্তিযুদ্ধাদের ভাতার আওতায় আনলেও, অনেক অসহায় ব্যাক্তিরা ওই  ভাতা থেকে বঞ্চিত রয়েছে।
    চুনারুঘাট উপজেলার ৪ নং পাইকপাড়া ইউনিয়নের হলদিউড়া গ্রামের মোঃ সিরাজ মিয়ার প্রতিবন্ধী ছেলে মোঃ তাজুল ইসলাম (২৩)  নামে এই অসহায় যুবকটি গতকাল বিকালে চুনারুঘাট রাস্তায় দেখা যায়। এ সময় তাকে জিজ্ঞাস করলে সে বলে দীর্ঘ দিন যাবত প্রতিবন্ধী ভাতা না পেয়ে, বাংলাদেশ সরকারের মাননীয় বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আলহাজ্ব এডঃ মাহবুব আলীর কাছে এসেছি। তখন চুনারুঘাটে বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটোরিয়ামে উপজেলা তাতীলীগের  উদ্যোগে জাতীয় শোক দিবসের অনুষ্টান চলছিল।
    এ সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মন্ত্রী এডঃ মাহবুব আলী এমপি । তখন প্রতিবন্ধী  তাজুল চেছড়িয়ে মঞ্চে উঠে মাননীয় মন্ত্রী মহোদয়কে প্রতিবন্ধী ভাতা এখনও পায়নি বলে অভিযোগ করেন।
    এ সময় মন্ত্রী এডঃ মাহবুব আলী ওই প্রতিবন্ধীকে  ভাতার কার্ড দেওয়ার আশ্বাস দেন। ওই ওয়ার্ডের বর্তমান মেম্বার আব্দুল খালেক।