চুনারুঘাটের নিম্নাঞ্চল এলাকা প্লাবিত

    0
    223

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৬সেপ্টেম্বর,স্টাফ  রিপোর্টারঃ গত কয়েক দিনের প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে চুনারুঘাট উপজেলার ৭টি ইউনিয়নের প্রায় অর্ধশত গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। খোয়াই, করাঙ্গী, সুতাং নদীর পানি উপচে এসব গ্রামের নিম্নাঞ্চলের বাড়িঘর ও রোপা আমনসহ বিভিন্ন ফসল পানিতে তলিয়ে গেছে।

    অনেকের পুকুরের মাছ পানিতে ভাসিয়ে নিয়ে গেছে। এদিকে খোয়াই নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় মানুষের মধ্যে আতংক দেখা দিয়েছে। শুক্রবার বিকেল থেকেই উজানে ঢলের পানি বাড়তে থাকে।

    গতকাল শনিবার ভোরে উপজেলার গাজীপুর, আহমদাবাদ, দেওরগাছ, মিরাশী, পাইকপাড়া, সাটিয়াজুরী ও শানখলা ইউনিয়নের প্রায় অর্ধশত গ্রামের নিম্নাঞ্চল  বানের পানিতে তলিয়ে যায়। গ্রামগুলো হচ্ছে কালিশিরি, বনগাও, হারাজুরা, কালামন্ডল, সুন্দরপুর, রাজারবাজার, রানীরকোর্ট, কাচুয়া, আলীরাজাপুর, গঙ্গানগর, জারুলিয়া, সুকদেবপুর, কোনাগাও, ছনখলা, বরজুম, ভুইছড়া, কৃষ্ণপুর, সাটিয়াজুরী, কামালপুর, কোনাউড়া, দ্বারাগাও বস্তি, চান্টেলটিলা, ছিলামী, বাসুদেবপুর, আটালিয়া, শাহপুর, সোনাজুরা, হাকাজুরা, দৌলতপুর, চিচিরকুট, রাণীগাও ইউনিয়নের বড়জুষ, পারকুল, রাজাকোনা, নোয়াবাদ, পাইকপাড়া, হলদিউড়া, হলহলিয়া, মহিমাউড়া, মাগুরুন্ডা, মির্জাপুর, লালচান্দ, সোনাচং. আলীনগর ইত্যাদি।

    এসব গ্রামের বিপুল পরিমান আমন ফসল, সবজিক্ষেত এবং অসংখ্য পুকুর পানিতে তলিয়ে গেছে। এতে পুকুরের লাখ লাখ টাকার মাছ ভাসিয়ে নিয়ে গেছে।