চুনারুঘাটের ছনখলায় ছিনতাইয়ের ঘটনা সালিশে নিষ্পত্তি

    0
    215

    আমারসিলেট24ডটকম,১৬অক্টোবর,এস,এম,সুলতান খান: চুনারুঘাটের ছনখলা গ্রামে ছিনতাইয়ের ঘটনা সালিশে নিষ্পত্তি হয়েছে। সালিশ সূত্র জানায়, গাজীপুর ইউনিয়নের ছনখলা গ্রামের বাসিন্দা ও আসামপাড়া বাজারের ব্যবসায়ী মোঃ জাকির মিয়া, আক্তার মিয়া ও হারিছ মিয়া ব্যবসায়িক কাজ শেষে গত ৫/১০/২০১৪ইং রবিবার রাত ১২টার দিকে গ্রামের বাড়ী ছনখলায় যাওয়ার পথে পথিমধ্যে আসামপাড়া ও ছনখলা গ্রামের মধ্যস্থলে আসা মাত্রই পূর্ব থেকে উৎ পেতে থাকা একই গ্রামের সাফি মিয়ার ছেলে আলী হোসেন, মানিক মিয়ার ছেলে নজরুল ইসলাম, আমীর হোসেনের ছেলে সেলিম মিয়াসহ মুখোশধারী ৭/৮জনের একদল দুর্বৃত্ত তাদেরকে আটক করে নগদ টাকাসহ ৩টি মোবাইল ফোন ছিনতাই করে নেয় এবং ব্যবসায়ীদেরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারী মারধর করে রক্তাক্ত জখম করে।

    এ সময় তাদের শোর চিৎকারে স্থানীয় ইউপি সদস্য নূর মিয়াসহ লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করে। এ বিষয়টি গতকাল বুধবার সকাল ১০টায় স্থানীয় ছনখলা গ্রামে গাজীপুর ইউপি চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে এক সালিশ বৈঠকে নিষ্পত্তি হয়। উক্ত বৈঠকে ইউপি সদস্য নূর মিয়াসহ স্থানীয় মুরুব্বীয়ানগণ উপস্থিত ছিলেন।