চুনারুঘাটের কেউন্দা গ্রামের রাস্তার বেহাল অবস্থাঃদূর্ভোগে মানুষ

    0
    333

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৪জানুয়ারীঃ চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের কেউন্দা গ্রামের পশ্চিম দিকের বড় মসজিদ রাস্তা ও সিলেট সিটি কর্পোরেশন এর ১৪নং ওয়ার্ডের কাজী, হবিগঞ্জ প্রতিদিন পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধি সাংবাদিক মীর মিজানুর রহমান মিজানের বাড়ির পাশের কাঁচা, কাঁদা খানাখন্দে গর্ত সৃষ্টি হয়ে রাস্তাটি প্রায় আধা কিলোমিটার চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

    চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের কেউন্দা, শ্রীকুটা, তাউশী, কাপুড়িয়া, শাকির মোহাম্মদ বাজার যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে সড়কটি মৃত্যু কুপে পরিণত হলেও যথাযথ কর্তৃপক্ষের কোন উদ্যোগ এখন পর্যন্তও লক্ষ্য করা যায়নি। ফলে প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা। জানা যায়, গত ৩/৪ বছর ধরে সড়কের কাজ হবে বলে কাটিয়ে গেল আরও ২ বছর। ফলে কেউন্দা গ্রামসহ প্রায় ২০/২৫টি গ্রামের শত শত মানুষ সিএনজি, টমটম, অটোরিক্সা চলাফেরা করতে পারছে না।

    উবাহাটা ইউনিয়নের কেউন্দা গ্রামটির ভিতরে প্রায় ২টি এলজিইডি রাস্তাটি বেহাল দশায় ও ছোট ছোট গর্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সাধারন মানুষ আসা-যাওয়া করতে দেখা যায় ব্যস্ততম ওই সড়কটি পথচারী ও যান চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। যে কোন মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনায় প্রাণ হানীর আশংকা করছেন স্থানীয় এলাকাবাসীরা। সাধারন যাত্রীরা জানান, সড়কটির অধিকাংশ জায়গায় খানাখন্দে গর্ত সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রী মাদ্রাসা সহ শত শত পথচারী চলাচল করে এ রাস্তায়।

    অথচ কর্তৃপক্ষের উদাসীনতায় সংস্কারের অভাবে সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। উক্ত রাস্তাটি দ্রুত সংস্কার করে জনসাধারণের চলাচলের উপযোগী করার জন্য উপজেলার প্রকৌশলী (এলজিইডি) কাছে এলাকাবাসীরা জোর দাবী জানিয়েছেন।