চীনের হুশিয়ারি উপেক্ষা করে ভারত-জাপানের নৌমহড়া

    0
    220

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৮অক্টোবরঃ আমেরিকা, ভারত, এবং জাপান বঙ্গোপসাগরে ছয় দিনের নৌমহড়ায় অংশ গ্রহণ করছে। চীনের হুশিয়ারিকে উপেক্ষা  করে চলছে এ মহড়া।মহড়ায় অংশগ্রহণকারী দেশ তিনটির বিবৃতিতে বলা হয়েছে শনিবারের মহড়ায় বিমানবাহী রণতরী, যুদ্ধজাহাজ এবং ডুবোজাহাজ  অংশ  গ্রহণ করেছে।

    মহড়ায় অংশ নেয়ার জন্য  বিমানবাহী রণতরী ইউএসএস থিওডার রুজভেল্ট, ক্ষেপণাস্ত্রবাহী একটি জাহাজ এবং পরমাণু শক্তি চালিত ডুবোজাহাজ মোতায়েন করেছে মার্কিন নৌবাহিনী।

    মার্কিন বিমানবাহী রণতরীর কমান্ডিং অফিসার ক্রেইগ ক্লাপারটন এক বিবৃতিতে এ মহড়াকে খুবই জটিল বলে অভিহিত করেন। তিনি বলেন, মার্কিন, ভারতীয় এবং জাপানের নৌবাহিনীর এ মহড়া খুবই জটিল। তিনটি খ্যাতনামা নৌবাহিনী একযোগে সাগরের সব অভিযানের মহড়া চালাবে বলেও বিবৃতিতে জানান হয়।

    এদিকে, চীন বিরোধী জোটে জড়িয়ে পড়ার বিরুদ্ধে ভারতকে সতর্ক করেছে বেইজিং। চীনের রাষ্ট্রীয় সংবাদপত্র দৈনিক গ্লোবাল টাইমস বলেছে, চীন বিরোধী শিবিরে যোগ দেয়ার বিষয়ে ভারতকে সতর্ক থাকতে হবে। এতে চীনের সঙ্গে ভারতের সুসম্পর্ক রয়েছে বলে উল্লেখ করে বলা হয়, বেইজিং-নয়াদিল্লি সুসম্পর্ক দু’দেশের জন্য কল্যাণকর হবে।ইরনা