চিৎকারে মহিলারা এগিয়ে এলে ছুরিকাঘাত করে পলায়ন

    0
    219

    আমারসিলেট24ডটকম,১৮মার্চঃ মৌলভীবাজারের কমলগঞ্জে ঘরে প্রবেশ করে বখাটে যুবক এক যুবতিকে ছুরিকাহত করেছে বলে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। সোমবার সকাল ১১টায় পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য্য নওয়াগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে।জানা যায়, একই গ্রামের গনি মিয়ার বখাটে ছেলে সুমন মিয়া(২৫) অভিযোগকারীর বোন সালেহা বেগমকে(২০) নানাভাবে উত্যক্ত করত। সোমবার বাড়িতে পুরুষ লোকজন না থাকায় সুমন হঠাৎ ঘরে প্রবেশ করে সালেহার শ্লীলতাহানির চেষ্টা করে। সালেহার চিৎকারে পাশের ঘরের মহিলারা এগিয়ে এলে সালেহাকে ছুরিকাহত করে সুমন পালিয়ে যায়। আহত সালেহাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনার পর সোমবার রাতে সুমনের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করা হয়।আহত সালেহার ভাই অভিযোগকারী জামাল হোসেন বলেন, এই বখাটে যুবকের কারণে তারা অতিষ্ট হয়ে উঠেছেন। প্রাথমিকভাবে বখাটের পরিবারের কাছে মৌখিকভাবে অভিযোগ করেও কোন লাভ হয়নি।

    অভিযোগকারী জামাল আরও বলেন,পাশের ঘরের মহিলারা এগিয়ে না এলে সুমন তার বোনের সম্ভ্রমহানি করত। এজন্য এবার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনি অভিযোগ করেছেন। তবে অভিযোগ বিষয়ে সুমনের সাথে কথা বলার চেষ্টা করে সে পলাতক থাকায় কথা বলা যায়নি। তবে তাঁর পরিবারের এক সদস্য জানান, সুমনের উপর যে অভিযোগ উঠেছে সেটি সঠিক নয়। ক্ষুদ্র একটি বিষয়কে কেন্দ্র করে নারী নির্যাতনের অভিযোগ করা হয়েছে।তবে নাম প্রকাশে অনিচ্ছুক পতনউষার ইউনিয়নের একজন জনপ্রতিনিধি বলেন, আসলেও সুমন ছেলেটা খুবই বখাটে যে, তার বিরুদ্ধে কেউ কথা বলে না। তিনি আরও বলেন, এখন যেহেতু থানায় লিখিত অভিযোগ হয়েছে সেহেতু পুলিশ তাকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা উচিত। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনামুল হক অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।