চিতা,মেছোসহ ২৮৮টি বন্যপ্রাণীর চামড়া জব্দঃজেল জরিমানা

    0
    227

    রাজধানীর শাহবাগ এলাকার পরীবাগ সুপার মার্কেটে অভিযান চালিয়ে চিতা বাঘ, মেছো বাঘসহ ২৮৮টি বন্যপ্রাণীর চামড়া জব্দ করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। এ ঘটনায় ক্র্যাফট কর্নার নামক একটি দোকানের দুই মালিক মমিনুল ইসলাম ও হুমায়ুন কবীরকে এক বছরের জেল ও ১ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসিম মল্লিকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

    র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম বলেন, ঘণ্টাব্যাপী এই অভিযানে একটি চিতা বাঘের চামড়া, একটি লজ্জাবতী বানরের চামড়া, একটি মেছো বাঘের চামড়া, একটি বনবিড়ালের চামড়া, ২২৭টি গুঁইসাপের চামড়া ও ২৩টি বিভিন্ন ধরনের সাপের চামড়া জব্দ করা হয়। জব্দ করা চামড়া প্রাণিসম্পদ অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ক্র্যাফট কর্নার দোকানের দুই মালিককে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
    নাম প্রকাশে অনিচ্ছুক শ্রীমঙ্গল এলাকার এক পরিবেশবাদী বলেন, “শ্রীমঙ্গল থেকে ও বন্যপ্রাণী এবং বন্যপ্রাণীর চামড়া,শরীরের বিভিন্ন অংশ,সর্প,কক্কাসহ ইত্যাদি অতি কৌশলে পাচার হচ্ছে,এর সাথে একটি শক্তিশালি স্থানীয় নেটওয়ার্ক জড়িত যাদের কেহ কেহ সারা দিন জঙ্গলে থেকে পশু পাখির প্রেমিক বলেও নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে বিশ্বাস যুগাচ্ছে।”