চা শ্রমিক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির বৈঠক

    0
    235

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৩জানুয়ারী,জহিরুল ইসলাম সোহেলঃ শ্রীমঙ্গলে চা শ্রমিকদের সাথে মতবিনিময় করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা।
    মঙ্গলবার বিকেলে উপজেলার কালিঘাট চা বাগানের ফ্যাক্টরি প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মো. মোজাম্মেল হোসেন এমপি। উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, মনোরঞ্জন শীল গোপাল এমপি, বেগম আয়েশা ফেরদৌস এমপি, বেগম লুৎফা তাহের এমপি, মো. আব্দুল মতিন এমপি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সচিব মো. কামরুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবীর প্রমুখ।
    উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশিকুজ্জামান জানান, সভায় চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, চা-বাগান এলাকার প্রাথমিক স্কুলগুলোকে উচ্চ মাধ্যমিকে উন্নীত করা, কমিউনিটি ক্লিনিকগুলো উন্নত করা, চা শ্রমিকদের বাসস্থান উন্নত করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

    এর আগে বাংলাদেশ চা গবেষণা ইন্সটিটিউট (বিটিআরআই) এর সেমিনার হলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৭তম সভা অনুষ্ঠিত হয়।

    পরে সংসদীয় স্থায়ী কমিটির সদস্যসহ কর্মকর্তারা কালিঘাট ও সভার পরে রাজঘাট চা বাগান পরিদর্শন করেন।