চা-শ্রমিককে মাথায় কুপিয়ে গুরুতর আহত করেছে দৃর্বৃত্তরা

    0
    231

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৬অক্টোবর: ফারুক মিয়া:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের চান্দপুর চা বাগান বস্তি এলাকার সুকুমার ভৌমিকের পুত্র চুনারুঘাট সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র সুমন ভৌমিক (১৯) কে পূর্ব শত্র“তার জের ধরে চা শ্রমিককে মাথায় কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

    এ ঘটনাটি ঘটে চান্দপুর চা বাগানে। জানা যায়, গত শনিবার সকাল ১০টার দিকে চান্দপুর চা-বাগানে পূর্ব শত্র“তার জের ধরে চা-শ্রমিক সুমন ভৌমিককে বাগানে ভিতরে গরু নিয়ে আসার পথে একা পেয়ে তার আঃ কাদির তার সাথে একপর্যায়ে কথাকাটাকাটি হলে এসময় আঃ কাদির উত্তেজিত হয়ে তার হাতে থাকা দা দিয়ে চা-শ্রমিক সুমনকে মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।

    সুমনের আত্মচিৎকারে স্থানীয় আশপাশের চা-শ্রমিকরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত সুমন জানায়, উপজেলার দেওরগাছ ইউনিয়নের চান্দপুর বস্তি এলাকার মৃত মন্তাজ মিয়ার পুত্র আঃ কাদির (৪৫) পূর্ব শত্র“তার জের ধরে তার হাতে থাকা দেশীয় অস্ত্রসস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়। উল্লেখ্য যে, আঃ কাদির দীর্ঘদিন যাবত ধরে চান্দপুর বস্তি এলাকায় জোর পূর্বক জমি-জমা বন্ধক রেখে অবৈধভাবে হাতিয়ে নিচ্ছে দীর্ঘদিন যাবত ধরে, এরই জের ধরে নিরীহ চা-শ্রমিকের উপর ধান খাওয়া, গরু ছাড়া নিয়ে পায়তারা করে আসছিল।

    ওই দিন সুমন ভৌমিক তার নিজের গরু বাগান থেকে বাড়ি নিয়ে ফেরার পথে ওই এলাকার প্রভাবশালী আঃ কাদির তার হাতে থাকা দা দিয়ে ক্ষিপ্ত হয়ে মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। সুমনকে হাসপাতালে দেখতে আসেন, চান্দপুর বাগান প ায়েত কমিটির সভাপতি সাধন সাওতাল, সাবেক সভাপতি, শ্যাম সুন্দর রায়, মহিলা মেম্বার রনজু কানু সহ বাগানের বস্তি এলাকার সুমনকে দেখতে আসেন। এ বিষয়টি নিয়ে যে কোন সময় বড় ধরনের সংঘর্ষের আশংকা রয়েছে।