চারাগাঁও শুল্ক বন্দরে প্রথম বার চুনাপাথর আমদানী শুরু

    0
    219

    তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সীমান্তের চারাগাঁও শুল্ক বন্দর দিয়ে এবারেই প্রথম চুনাপাথর আমদানী শুরু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার চুনাপাথর আমদানীর কার্যক্রম ফিতা কেটে উদ্ভোধন করেন,কয়লা আমদানী কারক গ্রুপের সভাপতি আলখাজ উদ্দিন খন্দকার। এসময় সিনিয়র সহসভাপতি ফরিদ উদ্দিন গাজী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল খায়ের,কোষাদক্ষ জাহের আলী,বিশিষ্ট ব্যবসায়ী তুলা মিয়া,সবুজ মিয়া,সুজন মিয়া,সিরাজ মিয়া প্রমুখ ছাড়াও ভারতের মেঘালয় ষ্ট্রেট এর এমএসএ ফিউজ মারুইন প্রমুখ উপস্থিত ছিলেন।
    বড়ছড়া শুল্ক ষ্টেশনের রাজস্ব কর্মকর্তা মোঃ রেজাউল করিম জানান,প্রথম দিনে চারাগাঁও শুল্ক ষ্টেশন দিয়ে ছয় শত মেঃ টন চুনাপাথর আমাদানীর এলসি জমা পড়েছে। এর মধ্যে আজ প্রথম দিনে প্রায় দুই শত মেঃ টন চুনাপাথর বাংলাদেশে এসেছে।