চাঁদের জন্ম বিষয়ে নতুন প্রমাণ

    0
    237

    আমারসিলেট24ডটকম,০৬জুনঃ জার্মান বিজ্ঞানীরা বলছেন, নবীন পৃথিবী ও মহাকাশের অপর বস্তুর সংঘর্ষেচাঁদের জন্ম বিষয়ে নতুন প্রমাণ পাওয়া গেছে। ১৯৬০ ও ৭০ এর দশকে পাওয়া চাঁদেরনমুনা বিশ্লেষণ করে তারা এ কথা বলেন।
    পৃথিবীর জন্মের প্রথমদিকে থিয়া নামক মহাকাশের এক বিশাল বস্তুর সঙ্গে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
    অধিকাংশ বিশেষজ্ঞ সংঘর্ষের বিষয়টিকে সমর্থন করে বলেছেন, অক্সিজেন, সিলিকনসহঅন্যান্য পদার্থের মধ্যকার আইসোটপ নিয়ে গবেষণার মাধ্যমেই কেবল এ বিষয়েনিশ্চিত হওয়া যাবে।
    উল্কাপিন্ডের মাধ্যমে পৃথিবীতে এ যাবত আসা চাঁদের নমুনা গবেষণা করে দেখা গেছে পৃথিবী ও চাঁদের সৃষ্টিগত উপাদানে মিল রয়েছে।
    কিন্তু নাসার অ্যাপেলো ১১,১২ ও ১৬ মিশন থেকে পাওয়া নমুনা থেকে বিজ্ঞানীরা আরো নতুন কিছু তথ্য পেয়েছেন।
    বিজ্ঞানীরা চাঁদের নমুনায় কিছুটা বেশি পরিমাণে অক্সিজেনের আইসোটপ খুঁজেপেয়েছেন। যা চাঁদের সৃষ্টিতে ইমপ্যাক্ট হাইপোথেসিস থেকে কিছুটা ভিন্ন ধারণাপোষণ করছে।
    সংঘর্ষের তাত্ত্বিক মডেলে বলা হয়েছে, চাঁদের উপকরণের সঙ্গে সম্ভবত থিয়ারউপকরণে বেশি মিল রয়েছে। বলা হয়েছে, পৃথিবী থেকে মাত্র ১০ থেকে ৩০ এবং থিয়াথেকে বাকী ৭০ থেকে ৯০ শতাংশ উপকরণ চাঁদ সৃষ্টিতে ভূমিকা রাখে।
    কিন্তু বর্তমানে গবেষকরা বলছেন, চাঁদ সৃষ্টিতে পৃথিবী ও থিয়ার উপকরণ প্রায়সমান সমান হতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত হতে আরো গবেষণা দরকার বলে তারামনে করছেন।
    গবেষণা পত্রের মূল লেখক ড্যানিয়েল হারওয়ার্টজ বলেন, পার্থক্য খুবই সামান্য। নিশ্চিত হওয়াও কঠিন। তবে পার্থক্য রয়েছে।
    ক্যালিফোর্নিয়ায় আগামী ১১ জুন গোল্ডস্মিথ জিওক্যামেস্ট্রি সম্মেলনে চাঁদ সম্পর্কিত নতুন এ তথ্য উপস্থাপন করা হবে। সুত্রঃ বাসস।