চলন্ত মাইক্রোবাসে গারো তরুণীকে গণধর্ষণঃগ্রেফতার নেই

    0
    321

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৩মেঃ রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় চলন্ত মাইক্রোবাসে গারো তরুণীকে গণধর্ষণ করার আলামত মিলেছে তার স্বাস্থ্য পরীক্ষায়। তবে ঘটনার দুই দিন পার হতে চললেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

    তরুণীর স্বাস্থ্য পরীক্ষা শেষে শনিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. হাবিবুজ্জামান চৌধুরী জানান, মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা শেষ হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। এক সপ্তাহের মধ্যে চুড়ান্ত রিপোর্ট দেয়া হবে।
    তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারের সিনিয়র সহকারী কমিশনার লাকী আক্তার জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই তরুণীর ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরীক্ষার রিপোর্ট হাতে পেলে তদন্তকারী কর্মকর্তা আইনিব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

    আদিবাসী ওই তরুণীকে শুক্রবার রাত ১২টার দিকে ভাটারা থানা থেকে ভিকটিম সাপোর্ট সেন্টারের পাঠানো হয়।
    অজ্ঞাতপরিচয় পাঁচ যুবক বৃহস্পতিবার রাতে ওই তরুণীকে কুড়িল বিশ্বরোড এলাকার রাস্তা থেকে তুলে নিয়ে চলন্ত মাইক্রোবাসে ধর্ষণ করে। তার বাড়ি বাড়ি ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলায়। পরদিন শুক্রবার তরুণী নিজে অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করে ভাটারা থানায় মামলা করেন।

    থানার পরিদর্শক মো. সাজ্জাদ হোসেন নতুন বার্তা ডটকমকে বলেন, “শনিবার দুপুর একটা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। ঘটনার সময় ব্যবহৃত মাইক্রোবাসের নাম্বারও বলতে পারছেন না ভিকটিম। এ কারণে এখনো কাউকে সনাক্তও করা যায়নি।বিভিন্ন দিক থেকে আমরা ঘটনায় জড়িতদের সনাক্তের চেষ্টা করছি।”নতুনবার্তা