ঘর ও জমি উপহার দিলো চ্যারিটি সংগঠন বড়লেখা ফাউন্ডেশন ইউকে 

0
268
ঘর ও জমি উপহার দিলো চ্যারিটি সংগঠন বড়লেখা ফাউন্ডেশন ইউকে 
ঘর ও জমি উপহার দিলো চ্যারিটি সংগঠন বড়লেখা ফাউন্ডেশন ইউকে 

আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধিঃ আর্ত মানবতার সেবায় পরিচালিত মানবিক সংগঠন বড়লেখা ফাউন্ডেশন ইউকে (চ্যারিটি নং- ১১৯১৫৯৩) এর উদ্যোগে মৌলভীবাজারের বড়লেখায় দক্ষিণভাগ (দঃ) ইউনিয়নের বাসিন্দা হতদরিদ্র একজনকে গৃহ নির্মাণ কাজের শুভ উদ্বোধন মাধ্যমে ঘর উপহার দেওয়া হয়েছে। অপরদিকে পুর্ব দোহালিয়া গ্রামের আরেকটি হত দরিদ্র পরিবারকে ক্রয়কৃত জমির রেজিস্ট্রার দলিল হস্তান্তর এবং গৃহ নির্মাণের জন্য নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। 

রবিবার (৮ আগস্ট) দক্ষিণভাগ দক্ষিণ ও পুর্ব দোহালিয়া গ্রামের গৃহ নির্মাণ শুভ উদ্বোধন, জমির দলিল হস্তান্তর এবং নগদ আর্থিক অনুদান প্রদানের পৃথক দুটি অনুষ্ঠানে বড়লেখা ফাউন্ডেশন ইউকে (চ্যারিটি নং- ১১৯১৫৯৩) এর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হোসাইন আহমদের সভাপতিত্বে ও জেলা পরিষদের সদ্য সাবেক প্যানেল চেয়ারম্যান ফাউন্ডেশনের সমন্বয়ক আবু আহমদ হামিদুর রহমান শিপলুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ। 

বিশেষ অতিথি ছিলেন দক্ষিণভাগ (দঃ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজির উদ্দিন, বড়লেখা ফাউন্ডেশন ইউকের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, ক্রীড়া সম্পাদক সালাহ উদ্দিন এনাম, প্রধান সমন্বয়ক রেজাউল ইসলাম মিন্টু, ইউপি সদস্য আজিজুল ইসলাম, ইউপি সদস্য রিয়াজুন আক্তার। 

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জাগরণী মিডিয়ার পরিচালক ইকবাল হোসাইন, বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা শাখার সদস্য সচিব তাহমীদ ইশাদ রিপন, নিসচার সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, টিম ফর কোভিড ডেথের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাভেদ, মানবসেবা সংস্থার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শুভ, পল্লী টিভির প্রতিনিধি নজরুল ইসলাম, মায়ার সিলেট প্রতিনিধি ছাইফুর রহমান, চ্যানেল এস প্রতিনিধিসহ স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।