গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল প্রস্তুতি সভা সম্পন্ন

    0
    334

    আমারসিলেট 24ডটকম ,সেপ্টেম্বর, ফ্রান্্‌ আবু তাহের :  প্রবাসে বাংলাদেশীদের গর্ব ইংল্যান্ড টাওয়ার হেমলেট বরা এর মেয়র লুৎফুর রহমান এরফ্রান্স আগমন ও  ফ্রান্সে অবস্হানরত বাংলাদেশী ছাত্র ছাত্রীদেরকে জিএসসি এওয়ার্ড প্রদান উপলক্ষ্যে আগামী ১৪ই সেপ্টেম্বর শনিবার বিকাল ৩ ঘটিকায় মেরীদা সান্তুয়াতে গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল এরউদ্যোগে অনুষ্টিত হবে অনাড়ম্বরপুর্ন এডুকেশন এওয়ার্ড ও গনসংবর্ধনা অনুষ্টান

    উল্লেখ্য এ পর্যন্ত গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল অত্যন্ত সফলভাবে বাংলাদেশী কৃতী ছাত্র ছাত্রীদেরকে উৎসাহ প্রদানের লক্ষ্যে বৃত্তি দিয়ে আসছেপ্রতিবছরের ন্যায় এবারও অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রবাসীরা এ দিনটি উপভোগ করবে বলে আশাবাদ ব্যাক্ত করেন গ্রেটারসিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল এর সভাপতি হাজী হাবীবঅনুষ্টানে মেয়র লুৎফুর ছাড়াও উপস্তিত থাকবেন ফ্রান্সস্হ বাংলাদেশ  রাষ্ট্রদুত শহীদুল ইসলাম,সেন্তুয়া মেরীর মেয়র ম্যাডাম জাকলিন রুইও,এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হুসেইন সহ ফ্রান্সস্হ বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ

    এ উপলক্ষে গত ১০ সেপ্টেম্বর প্যারিসের এক অভিজাত রেস্টুরেন্টে অনুষ্টানকে সফল করার লক্ষে গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল এর কার্যকরী কমিটির সদস্যবৃন্দের উপস্হিতিতে অনুষ্টিত হয়প্রস্তুতি সভাসংগঠনের সভাপতি হাজী হাবীবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নিজাম উদ্দিন এর পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়ার সহ সভাপতি নুরুল আবেদীন,সহ সাধারন সম্পাদক মাছুম আহমদ,সহ সাধারন সম্পাদক জোনেদ আহমদ,ফারুক আহমদ,আব্দুল মালেক,সিরাজুল ইসলাম,সৈয়দ জালাছুজ্জামান,রুবেল আহমদ,সুমন আহমদ ,তারেক আহমদ,জাহিদুল ইসলাম শিপার প্রমুখউপস্তিত সকল বক্তারা ফ্রান্সের  বাংলাদেশী কমিউনিটির সকলকে  দল মত নির্বিশেষে অনুষ্টানে উপস্তিত থাকার আহবান জানানবিজ্ঞপ্তি