গ্রাহক পর্যায়ে গ্যাস ও বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহারের দাবি

    0
    193

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,আগস্ট: সুজনের পক্ষ থেকে সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, “আমরা গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানতে পেরেছি গত জানুয়ারি মাসের শেষ ও ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির বিষয়ে বিইআরসি’র গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে দাম বাড়ানোর পক্ষে কোনো যুক্তি খুঁজে পাওয়া যায়নি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার পরিপ্রেক্ষিতে (ব্যারেল প্রতি মাত্র ৪০ ডলার) জনগণ দেশেও যখন দাম কমার আশা করছিল, ঠিক তখনই তার বিপরীত সিদ্ধান্ত নিয়ে জনগণকে হতাশ করেছে সরকার। আমরা মনে করি, এ সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী।”

    বিবৃতিতে আরও বলা হয়, “শুধু তাই নয়, বার বার বিদ্যুতের দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই বলেই আমরা মনে করি। বিদ্যুৎ খাতে সিস্টেম লসের নামে যে চুরি ও দুর্নীতি আছে তা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে গ্যাসের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক বাজারের সাথে জ্বালানি তেলের দামের সমন্বয় করলে মানুষের জীবনযাত্রার ওপর চাপ কিছু কমে আসত। কিন্তু তা না করে তথা জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে জনমুখী সিদ্ধান্ত না নিয়ে বিপরীত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    এ পেক্ষাপটে আমরা সুজন’র পক্ষ থেকে সরকারের কাছে অবলিম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছি।