গোয়াইনঘাট চেয়ারম্যানের মাতার মৃত্যুতে এমপির শোক

    0
    221

    শুক্রবার সকাল ১১টায় ডি.এম উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৯অক্টোবর,হায়দার চৌধুরীঃ গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল হাকিম চৌধুরী’র মাতা ফিরোজা বেগম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিহি….রাজিউন)। বৃহ¯পতিবার বেলা আড়াইটায় সিলেট নগরীর জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যু বরন করেন। ফিরোজা বেগম গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নয়াগাঁও গ্রামের হাজী আব্দুল হান্নানের স্ত্রী। মৃত্যুকালে তিনি স্বামী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

    এদিকে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল হাকিম চৌধুরী’র মাতা ফিরোজা বেগমের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা শোক প্রকাশ করেছেন। শোকপ্রকাশকারীরা হলেন, সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ, সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, উপজেলা বিএনপির সভাপতি হাজী ওসমান গণি, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ ইব্রাহিম, গোয়াইনঘাট বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ফজলুল হক, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার লুৎফুর রহমান লেবু, সালুটিকর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শাকির উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, যুক্তরাষ্ট্রের জাতীয় শ্রমিকলীগের সভাপতি সামসুল আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউ/পি চেয়ারম্যান লুৎফুল হক খোকন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাষ্টার আজিজুর রহমান, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি মঞ্জুর আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হক, গোয়াইনঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম.এ মতিন, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক করিম মাহমুদ লিমন, পূর্ব জাফলং ইউ/পি চেয়ারম্যান হামিদুল হক ভূইয়া বাবুল, পশ্চিম জাফলং ইউ/পি চেয়ারম্যান ফয়জুল ইসলাম, রুস্তুমপুর ইউ/পি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, তোয়াকুল ইউ/পি চেয়ারম্যান মোঃ লোকমান, নন্দিরগাঁও ইউ/পি চেয়ারম্যান মামুনুর রশীদ শাহীন, আলীরগাঁও ইউ/পি চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা আওয়ামীলীগ নেতা এস.কামরুল আহসান আমিরুল, দেলোয়ার হোসেন, শাহাব উদ্দিন, নাসির উদ্দিন, কামরুল হাসান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা বিএনপি নেতা এড. শাহজাহান সিদ্দিকী, এড. আল-আসলাম মুমিন, মাহবুবুল আলম, নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক সিদ্দিক আহমদ, তোয়াকুল ইউনিয়ন বিএনপির সভাপতি  আব্দুল কাদির, সাধারণ সম্পাদক সামস্ উদ্দিন আল আজাদ, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সদস্য ও আম্বরখানাস্থ জুনেদ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর জুনেদ আহমদ, রুস্তুমপুর ইউনিয়ণ বিএনপির সভাপতি শহীদ আহমদ, সাধারন সম্পাদক ইউনুছ আলী, লেংগুরা ইউনিয়ণ বিএনপির সভাপতি কমর উদ্দিন, সাধারণ সম্পাদক জাকারিয়া, পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দিন, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম শাহপরান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, আলীরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক এবাদুর রহমান, ডৌবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি লুকমান আহমদ, সাধারণ সম্পাদক শহীদ আহমদ, ফতেহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মানিক মিয়া, সাধারণ সম্পাদক, হারুনুর রশীদ, উপজেলা যুবলীগ নেতা মুজিবুর রহমান, সুভাস দাস, গোলাম কিবরিয়া রাসেল, হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরওয়ার্দী প্রমুখ।

    নেতৃবৃন্দরা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।