গোলাম আযমের জানাজাকে কেন্দ্র করে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ

    0
    213

    আমারসিলেট24ডটকম,২৫অক্টোবরঃ জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের জানাজাকে কেন্দ্র করে বায়তুল মোকাররম এলাকায় নিশ্ছিদ্র পুলিশির নিরাপত্তার মধ্যেই মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এই ককটেল কারা ফুটিয়েছেন তা কেউ বলতে পারছেন না।

    প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দৈনিক বাংলা মোড় থেকে বায়তুল মোকাররম উত্তর গেট পর্যন্ত মুহুর্মুহু ককটেলের বিস্ফোরণ ঘটে। এ সময় লোকজন আতঙ্কে ছোটাছুটি করতে থাকে।

    পুলিশের মতিঝিল জোনের এডিসি সাইফুল ইসলাম বলেন, কে বা কারা ককটেল ফুটিয়েছে তা শনাক্ত করা যায়নি। মোট ৯টি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

    তবে প্রত্যক্ষদর্শী একজন নাম প্রকাশ না করার শর্তে জানান, গোলাম আযমের বিরুদ্ধে দৈনিক বাংলা থেকে একটি ছোট মিছিল বের হয়। এর পরপরই ককটেলগুলোর বিস্ফোরণ ঘটে।

    এদিকে, জামায়াত নেতারা দাবি করছেন, দলের সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের লাশ বায়তুল মোকাররমে আনতে বাধা দেয়ার জন্যই পরিকল্পিতভাবে এই ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। এজন্য তারা ছাত্রলীগকে দায়ী করেন।

    উল্লেখ্য,আজ শনিবার বাদ জোহর বায়তুল মোকাররমে গোলাম আযমের জানাজা হওয়ার কথা রয়েছে। সকাল থেকে পুরো এলাকাজুড়ে নেয়া হয়ে কড়া নিরাপত্তাব্যবস্থা। জামায়াতের অনেক নেতাকর্মী সকাল থেকেই বায়তুল মোকাররমে জমায়েত হচ্ছেন। তবে অনেকেই আশঙ্কা করছেন, এ পরিস্তিতি থাকলে শেষ পর্যন্ত গোলাম আযমের লাশ বায়তুল মোকাররমে আনতে দেয়া নাও হতে পারে।