গোলাপগঞ্জ ও মৌলভীবাজারে পৌর নির্বাচন শান্তিপূর্ণ চলছে

    0
    431

    নূরুজ্জামান ফারুকী ,বিশেষ প্রতিনিধি: উৎসব মুখোর পরিবেশে চলছে সিলেটের গোলাপগঞ্জ ও মৌলভীবাজার পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ। শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবেবিকেল ৪টা পর্যন্ত। পৌরসভার ৯টি ভোটকেন্দ্রের মাধ্যমে ভোটারারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সকাল থেকেই ভোটার উপস্থিতি লক্ষ্যণীয়। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছেনসংশ্লিষ্টরা।উপজেলা কোয়ালিটি বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে আসা আফরোজ মিয়া বলেন, এবারের পৌরসভা আগ্রহ নিয়ে ভোটাররা কেন্দ্রে এসে সকাল থেকে ভোট দেওয়া শুরু করেছেন। নিরাপত্তা কঠোর ভোট কেন্দ্রে।এদিকে, নির্বাচনের নিরাপত্তায় বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। থাকছেন প্রতিটি কেন্দ্রে ১ জন নির্বাহী ম্যাজিস্টেট দায়িত্ব পালন করছেন।এ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রতীকে গোলাপগঞ্জে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদ ও বিএনপির ধানের শীষ প্রতীকে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে জগ প্রতীকে মাঠে রয়েছেন, বর্তমান মেয়র আমিনুল ইসলাম রাবেল ও মোবাইল প্রতীকে সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু।এছাড়াও ৯টি ওয়ার্ডে ৪৭ প্রার্থী পুরুষ কাউন্সিলর ও ৩টি ওয়ার্ডে ১০ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা করছেন।এ নির্বাচনে গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল গত উপ-নির্বাচনের মত এবারও জগ প্রতীক ও সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু মোবাইল প্রতীক পেয়েছেন।এছাড়াও ৯টি ওয়ার্ডে ৪৭ প্রার্থী পুরুষ কাউন্সিলর ও ৩টি ওয়ার্ডে ১০

    জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ৪ মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ২২ হাজার ৯শ ১৬ জন ভোটার রয়েছেন। পুরুষ ভোটার ১১ হাজার ৬শ ৯৪ জন এবং মহিলা ভোটার ১১ হাজার ৩শ ১৯ জন।