গোয়াইনঘাটে আতিবুর রহমান শিয়ালা হাওর পানি ব্যবস্থাপনা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত

0
354
গোয়াইনঘাটে আতিবুর রহমান শিয়ালা হাওর পানি ব্যবস্থাপনা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত
শিয়ালা হাওর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটিডের ভারপ্রাপ্ত সভাপতি আতিবুর রহমান।

গোয়াইনঘাট থেকেঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার নান্দিরগাঁও ইউনিয়নের শিয়ালা হাওর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটিডের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত করা হয়েছে। শিয়ালা হাওর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটিডের নির্বাচিত সভাপতি মোঃ ইউনুছ আলী ব্যক্তিগত কারনে কাতার প্রবাসে চলে গেলে সমিতির কার্যক্রম পরিচালনার জন্য গত ৭ই এপ্রিল রোজ শনিবার শিয়ালা হাওর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটিডের কার্যালয়ে সমিতির দায়িত্বশীল ও সদস্যদের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির নির্বাচিত সহ-সভাপতি আতিবুর রহমান।

সভায় সমিতির বিভিন্ন কর্যক্রম নিয়ে দীর্ঘক্ষন নানা আলোচনা হয়। সভায় সমিতির সদস্য মোঃ জমসিদ আলী প্রস্থাব করেন যে, সমিতির নির্বাচিত সভাপতি মোঃ ইউনুছ আলী ব্যক্তিগত কারনে গত কয়েকদিন পুর্বে কাতার প্রবাসে চলে গেছেন।

এছাড়া আগামী ২/৩ বছরের মধ্যে দেশে তার ফেরার সম্ভবনা নেই। সুতরাং সমিতির কার্যক্রম পরিচালনার জন্য একজন ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত করা অতি জরুরি। সভায় ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত করার সিদ্ধান্ত হলে সমিতি ব্যবস্থাপনা কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান সমিাত ব্যবস্থাপনা  কমিটির  নির্বাচিত সহ-সভাপতি আতিবুর রহমনের নাম প্রস্থাব করিলে সমিতি ব্যবস্থাপনা  কমিটির সাধারন সম্পাদক মোঃ হোসেন মিয়া, কোষাধক্ষ মোঃ হারিছ মিয়া, সদস্য হানিফ মিয়া, মোঃ মিজানুর রহমান, মোঃ জমসিদ আলী, মোঃ জুলেখা বেগম, কুলছুমা বেগম ও রশিয়া বেগম সমর্তন করেন। উল্লেখ্য,সিলেটের গোয়াইঘাট উপজেলার শিয়ালা হাওর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড যাহার নিবন্ধন নং ০১ তারিখ ২৪/০৭/২০১১ইং। নিয়মিত নির্বাচনের মাধ্যমে সমিতির ব্যবস্থাপনা  কমিটি গঠন হয়ে থাকে।

এরই ধারাবাহিকতায় ২০২১ সালের জুনের ৮ তারিখে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনে মোঃ ইউনুছ আলী ২৮৯ ভোট পেয়ে সভাপতি নির্বচিত হয়ে ছিলেন। এছাড়া ২৭৩ ভোট পেয়ে সভাপতি পদে তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন মোঃ বিরাজ আলী ৩৪০ ভোট পেয়ে মোঃ আতিবুর রহমান সহ-সভাপতি নির্বচিত হন।এছাড়া ১৭৪ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন মোঃ হানিফ মিয়া। ৩০০ ভোট পেয়ে মোঃ হোসেন মিয়া সাধারন সম্পাদক নির্বাচিত হন। ২৫৩ ভোট পেয়ে আমির হামজা সাধারন সম্পাদক পদে প্রতিদ্বন্ধীতা করেন।