গোটা দেশকে একটি জেলখানায় পরিনত করেছেঃডাঃশাহরিয়ার

    0
    230

    আমারসিলেট24ডটকম,০৭জানুয়ারীঃ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী  বলেছেন, জনগনের ভোটাধিকার কেড়ে নিয়ে বিনা ভোটের এমপিদের নিয়ে সরকার গঠনের পায়তারা করা হচ্ছে। একদলীয় নির্বাচনের মাধ্যমে সরকার দেশের ভাবমুর্তি ক্ষুন্ন করেছে। সরকার একদলীয় নির্বাচন জনগন প্রত্যাখান করেছে। মিথ্যা মামলা দিয়ে সরকার বিরোধীদলীয় নেতাকর্মীদের উপর অমানুষিক নির্যাতন চালাচ্ছে। গণগ্রেফতারের মাধ্যমে সরকার গোটা দেশকে একটি জেলখানায় পরিনত করেছে।

    মঙ্গলবার সকালে ২য় দিনের হরতাল চলাকালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    হরতালের ২য় দিন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরীর নেতৃবৃত্বে আম্বরখানা থেকে এক বিক্ষোভ বের হয়। মিছিলটি জিন্দাবাজার পয়েন্টে গিয়ে পুলিশের বাধার সম্মুখিন হয়। পরে নেতৃবৃন্দ জিন্দাবাজার সিটি সেন্টারের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদল সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল মান্ননা, মহানগর বিএনপি নেতা মিফসা সিদ্দিকী, আব্দুল আজিজ, শামীম মজুমদার, স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় সদস্য এডভোকেট মুজিবুর রহমান মুজিব, শাহাব উদ্দিন, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাঈদ আহমদ, মন্তাজ হোসেন মুন্না, ছাত্রদল নেতা দেওয়ান জাকির হোসেন খান, শাহপরান থানা যুবদলের আহবায়ক হাবিবুর রহমান হাবিব, যুবদল নেতা মাসুদ আহমদ কবির, এনামুল হক জাবেদ, আজাদুর রহমান আজাদ, আব্দুস সুবহান, শরিফ উদ্দিন মেহেদি, ছাত্রদল নেতা মুস্তাকুর রহমান রুমন, জি.এম আজম, সুহেল আহমদ, আবু সাঈদ তায়েফ, মোহাম্মদ আলী সুহেল, নজরুল ইসলাম রাজু, আলী আব্বাস, জাকির আহমদ, আমিন ইউ আহমদ, শফিক নুর, সালাউদ্দিন, মোঃ মঈন উদ্দিন আহমদ, ছাত্রদল নেতা তোফায়েল আহমদ, মিজান আহমদ, মোঃ আসাদ, নুর মোহাম্মদ, নুর আলম, সেলু, মিন্টু আহমদ, মোস্তাক আহমদ, রাজু আহমদ, মাওলানা ইউনুস, ইউনুস আলী, ইমাদ আহমদ, শাকিল আহমদ, ফরহাদ আহমদ তুহিন প্রমুখ।